বুমরাহ-আফ্রিদিকে পিছনে ফেলে আইসিসির আগস্ট সেরা রুট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১
বুমরাহ-আফ্রিদিকে পিছনে ফেলে আইসিসির আগস্ট সেরা রুট

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আগস্ট মাসের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এ পুরষ্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, ভারতের জাসপ্রিত বুমরাহ। তাদেরকে পিছনে ফেলে পুরষ্কার নিজের করে নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

সোমবার (১৩ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আগস্ট মাসে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন জো রুট। ভারতের বিপক্ষ খেলা তিন টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। এর ফলে আইসিসি ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে আসেন তিনি।

সেরা হতে না পারলেও সেরার দৌড়ে ছিলেন শাহীন শাহ আফ্রিদি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ বল হাতে দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদের মনোনয়ন পেয়েছিলেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১৮ উইকেট শিকার করেন তিনি।

ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেট শিকার করেন। লর্ডসে ভারতের জয়ে বল হাতে নয়, ব্যাট হাতে অবদান রাখেন তিনি।

চলতি বছরের জানুয়ারি থেকে মাসের ক্রিকেটার নির্বাচিত করছে আইসিসি। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন মুশফিকুর রহিম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিসিবির নতুন সভাপতি রমিজ রাজা

পিসিবির নতুন সভাপতি রমিজ রাজা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টেইলর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন টেইলর

কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলের স্কোয়াড

কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলের স্কোয়াড

রান খরা কাটাতে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক

রান খরা কাটাতে ‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক