পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২১
পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

সফরে গেলেও সিরিজ শুরুর দিন নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে না খেলে দেশে ফিরেছে নিউজিল্যান্ড। ওই ঘটনার পর দেশটিতে সফর সফর বাতিল করে ইংল্যান্ডও। গুজব ছড়ায়, নিরাপত্তা ছাড়াও জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তির কারণে সফর বাতিলে ক্রিকেটাররা প্রভাবিত করেছেন। তবে প্রভাবিত করার তো দূরের কথা, সফর বাতিলে নাকি ক্রিকেটারদের সাথে কোন কথায় বলেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের (টেপ) এক কর্মকর্তা ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলের কাছে এমন দাবি করেছেন। তিনি বলেন, পাকিস্তান সিরিজ বাতিলে ইসিবি ইংল্যান্ডের কোন খেলোয়াড়ের (পুরুষ ও নারী) সঙ্গেই কোন রকম কথা বলেনি।

সংবাদ মাধ্যমটিতে টেপ জানায়, ইসিবি এই সিরিজ (পাকিস্তান সফর) বাতিলের আগে ইংল্যান্ডের কোন ক্রিকেটারের সঙ্গেই কোন রকম কথা বলেনি। একই সাথে পাকিস্তানে সিরিজ খেলার বিষয়ে ব্রিটিশ ক্রিকেটাররা ‘আপত্তি’ জানিয়েছিলেন বলে যে অভিযোগ উঠেছে, সেটাও মিথ্যা।

টেপ দাবি করে, ‘ইসিবি কখন’ই টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপ বা পুরুষ এবং নারী দলের ক্রিকেটারদের কাছে জানতে চায়নি যে, পাকিস্তান সফরে যাওয়া উচিত হবে কি-না, বা খেলোয়াড়রা পাকিস্তান সফরে যেতে তৈরি ইচ্ছুক বা অনিচ্ছুক কি-না। টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপের তরফ থেকে কখনও ইসিবিকে জানানো হয়নি যে, খেলোয়াড়রা এ সফরে যাবে না।’

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ১৩ ও ১৪ অক্টোবর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাওয়া সূচি ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। বিশ্বকাপের প্রস্তুতিমূলক এ সিরিজ খেলে সেখান থেকে আবুধাবিতে যেত ইংলিশ ক্রিকেটাররা। তবে নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড সিরিজ বাতিল করে দেশে ফেরায় ইংল্যান্ডও পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নেয়।

এদিকে, ইসিবি সফর বাতিল করায় রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা নিজের বিরক্তি চেপে না রেখে তা প্রকাশও করেছেন।

টুইটে তিনি লিখেন, ‘ইংল্যান্ডের এ সিদ্ধান্তে আমি হতাশ। নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ওরা। যখন আমাদের পাশে থাকার দরকার ছিল, তখন তারা পাশে দাঁড়ায়নি। তবু আমরা লড়াই করবো।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য এটা গুরুত্বপূর্ণ সময়, নিজেদেরকে বিশ্বের সেরা দল হিসেবে গড়ে তুলতে। যেন বিশ্বের বাকি দলগুলো পাকিস্তানের সঙ্গে খেলতে কোন অজুহাত দিতে না পারে। তারা যেন পাকিস্তানে খেলতে মুখিয়ে থাকে।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের আচরণে অস্ট্রেলিয়াকে সাবধান করলো পাকিস্তান

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের আচরণে অস্ট্রেলিয়াকে সাবধান করলো পাকিস্তান

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের

বিশ্বকাপেই প্রতিশোধ নিতে চায় পাকিস্তান

বিশ্বকাপেই প্রতিশোধ নিতে চায় পাকিস্তান

পাকিস্তান সফর বাতিল করলো ইংল্যান্ড

পাকিস্তান সফর বাতিল করলো ইংল্যান্ড