সিলেট ও কক্সবাজারে এনসিএল, পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে ভেন্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২১
সিলেট ও কক্সবাজারে এনসিএল, পরিস্থিতির উন্নতি হলে বাড়তে পারে ভেন্যু

দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। চলতি বছরের ১ এপ্রিল করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছিল এনসিএলের ২২তম আসর। চলতি বছরের ১৭ অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা আছে এনসিএলের স্থগিত হওয়া অংশ।

চলতি বছরের ২২ মার্চ দেশের চারটি ভেন্যুতে শুরু হয়েছিল এনসিএলের ২২তম আসর। দুই রাউন্ড শেষে ক্রিকেটারদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় স্থগিত করা হয়েছিল এনসিএল। এবার সে সমস্যা দূর করতে দুই ভেন্যুতে এনসিএল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

দুই ভেন্যুতে খেলা হলেও হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে এনসিএল আয়োজন করতে আগ্রহ ছিল বলে জানান হাবিবুল বাশার সুমন। এছাড়াও হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে প্রতিদ্বন্দ্বীতা থাকে বলে জানান তিনি।

রোববার (২৬ সেপ্টেম্বর) নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘এই এনসিএলটা যখন শুরু হওয়ার পর বন্ধ হয়ে গেলো তার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল সম্ভবত ভ্রমণ। আমরা তো চাই আসলে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলতে। হোম এবং অ্যাওয়েতে খেলা প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য আদর্শ প্রস্তুতি।’

দুই ভেন্যুতে এনসিএল আয়োজনের বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যতদূর জানি দুইটা ভেন্যুতে খেলা হবে। একটা কক্সবাজার এবং একটা সিলেটে। পরিস্থিতির উন্নতি হলে হয়তো ভেন্যু বাড়তে পারে। এখন পর্যন্ত দুইটা ভেন্যুতে খেলার কথা চলছে। দুইটা গ্রুপ হবে, যারা যেখানে থাকবে সেখানেই সব খেলা হবে।’

এনসিএল চলাকালীন টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। সেক্ষেত্রে এনসিএল ছেড়ে জাতীয় দলের ক্রিকেটাররা জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন। তবে কততম রাউন্ড পর্যন্ত খেলে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেননি হাবিবুল বাশার।

এ বিষয়ে তিনি বলেন, ‘কোচিং প্যানেল আসলে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই যতদূর সম্ভব খেলুক। আমার মনে হয়, টেস্ট ম্যাচের আগে যতগুলো সম্ভব প্রথম শ্রেণির ম্যাচ খেলা উচিত।’

জাতীয় ক্রিকেট লিগে খেলার আগে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সব ক্রিকেটারই ফিটনেস টেস্ট উৎরাতে পারবে বলেও আশাবাদী নির্বাচক হাবিবুল বাশার সুমন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

ঢাকা মেট্টো বিলুপ্ত করে ময়মনসিংহ বিভাগীয় দল করার সুপারিশ

বড়রা খেলবে বিশ্বকাপে, ছোটরা শ্রীলঙ্কায়

বড়রা খেলবে বিশ্বকাপে, ছোটরা শ্রীলঙ্কায়

বিসিবির নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফাহিম

বিসিবির নির্বাচনে সুজনের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ফাহিম

বিসিবির নির্বাচন : ২৩ পদে ৩২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

বিসিবির নির্বাচন : ২৩ পদে ৩২ জনের মনোনয়ন ফরম সংগ্রহ