লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
লাল বলের ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। ক্রিকেটের দীর্ঘতম এ ফরম্যাট থেকে মঈন আলির বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেও সীমিত ওভারের ক্রিকেটে পূর্ণ মনযোগ দিবেন তিনি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকেই গুঞ্জন ছিল লাল বলের ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার মঈন আলি। শেষ পর্যন্ত গুঞ্জন ওঠার কয়েক ঘণ্টা পর এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসিবি।

নিজের বিদায়ের বিষয়ে মঈন আলি বলেন, ‘এখন আমার বয়স ৩৪। আমি চাই যতদিন সম্ভব ক্রিকেট খেলতে এবং খেলাটাকে উপভোগ করতে।’

টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে বলেন, ‘টেস্ট ক্রিকেট দুর্দান্ত। এখানে একটা ভালোদিন পার করলে সেটা অন্য যেকোনো ফরম্যাটের ক্রিকেট থেকে বেশি উপভোগ্য হয়। আমি টেস্ট ম্যাচ উপভোগ করেছি। আমি বিশ্বের বড় বড় দলের সাথে খেলেছি। এতে আমি খুশি, বল হাতেও আমি আমার নিজের সেরাটা দিতে পেরেছি বলে মনে হয়।’

২০১৪ সালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে নাম লেখান মঈন আলি। এরপর থেকে ইংল্যান্ডের জার্সিতে ৬৪ টেস্টে মাঠে নেমেছিলেন। এ সময়ে বল হাতে ১৯৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২৯১৪ রান করেছেন তিনি।

বিদায় জানানোর আগে দীর্ঘদিন লাল বলের ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য বিরতিতে ছিলেন মঈন আলি। ১৮ মাসের বিরতি কাটিয়ে চলতি বছরের মার্চে ভারতের চেন্নাই টেস্টের মাধ্যমে টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে ফিরেই বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত টেস্ট খেলবে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত টেস্ট খেলবে ভারত

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

ইতালির ক্রিকেট দলে ইংল্যান্ডের সাবেক পেসার

ইতালির ক্রিকেট দলে ইংল্যান্ডের সাবেক পেসার

চোট কাটিয়ে অ্যাশেজ প্রস্তুতিতে স্টুয়ার্ট ব্রড

চোট কাটিয়ে অ্যাশেজ প্রস্তুতিতে স্টুয়ার্ট ব্রড