ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত টেস্ট খেলবে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২১
ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত টেস্ট খেলবে ভারত

চলতি বছরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট না খেলেই ফিরেছিল ভারত। এ টেস্টের মাঠে না গড়ানোয় ইংল্যান্ডের হওয়া আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য ভারতের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে ইসিবি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ক্রিকইনফো জানিয়েছে, দুই দেশই ২০২২ সালে একটি টেস্ট খেলার কথা নিশ্চিত করেছে। তবে টেস্টটি স্থগিত হওয়া সিরিজের অংশ কিংবা সম্পূর্ণ আলাদা কোনো সিরিজ হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা ছিল ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার সিরিজের শেষ টেস্ট। তবে ভারতীয় দলে করোনাভাইরাস সংক্রমণ বাড়ায় ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে টেস্টটি স্থগিত করা হয়। চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

এ ঘটনায় ইসিবি আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে স্থগিত টেস্টটি খেলার জন্য আগ্রহ প্রকাশ করে দ্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ধারণা করা হচ্ছে ম্যাচটি আয়োজিত হলে ক্ষতি প্রায় পুরোপুরিই কাটিয়ে উঠতে পারবে ইসিবি। এর ফলে দুই বোর্ডের মধ্যে ম্যাচ স্থগিত নিয়ে মতবিরোধেরও পরিসমাপ্তি ঘটবে।

কিছুদিন আগে শোনা গিয়েছিল স্থগিত হওয়া ম্যানচেস্টার টেস্টের বদলে বাড়তি দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এতে রাজি ছিল না ইসিবি। আগামী বছর সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। সে সময় সীমিত ওভারের ম্যাচের পাশাপাশি একটি টেস্টও খেলবে ভারত।

ক্রিকইনফোর জানিয়েছে, টেস্ট ম্যাচটি আয়োজনের জন্য দুই বোর্ডই সম্মত হয়েছে। এর ফলে স্থগিত হওয়া সিরিজটিও সম্পূর্ণ হবে বলে ধারণা করা হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

পাকিস্তান সফরে ইতিবাচক উইন্ডিজ, তবে মানতে হবে শর্ত

জাতীয় পতাকা নিয়েই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান

জাতীয় পতাকা নিয়েই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

পাকিস্তান সফর বাতিলে ক্রিকেটারদের মতামত নেয়নি ইংল্যান্ড

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের

ভারত থেকে ই-মেইলে নিউজিল্যান্ডকে হুমকি, দাবি পাকিস্তানের