আইপিএল শেষে পরিবর্তন হতে পারে ভারতের বিশ্বকাপ স্কোয়াড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১
আইপিএল শেষে পরিবর্তন হতে পারে ভারতের বিশ্বকাপ স্কোয়াড

কিছুদিন ধরেই গুঞ্জন চলছে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। এবার শোনা যাচ্ছে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের স্কোয়াডেও পরিবর্তন হতে পারে। এমনই আভাস দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরুকে ভালো সংগ্রহ এনে দিয়েছিল। একই ম্যাচে মুম্বাইয়ের তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন ব্যাঙ্গালুরু পেসার হার্শাল প্যাটেল।

হার্শাল প্যাটেলের বোলিং তোপে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। এ ম্যাচের পরই শেহবাগ এক টুইট করে ভারতীয় দলে পরিবর্তনের আভাস দেন। তাই তো ধারণা করা হচ্ছে আইপিএলের পর পরিবর্তন আসতে পারে বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে।

শেহবাগ ছাড়াও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক এমএসকে প্রাসাদ। তিনি রাহুল চাহারের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে রাহুল চাহার নয় বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার যোগ্য যুজবেন্দ্র চাহাল।

এছাড়াও শিখর ধাওয়ান এবং ক্রুনাল পান্ডিয়া বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তার মতে এ দুইজন ভারতীয় দলকে আরও ভারসাম্যপূর্ণ করতো।

ব্যাঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যকার ম্যাচ শেষে করা টুইটে সাবেক ওপেনার শেহবাগ বলেন, ‘হার্শাল প্যাটেল দুর্দান্ত। যুজবেন্দ্র চাহাল প্রমাণ করেছে কেন ও স্মার্ট ক্রিকেটার। ভারতের বিশ্বকাপ স্কোয়াডে এখনও পরিবর্তন আসতে পারে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আফ্রিদির অসন্তোষ

ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত টেস্ট খেলবে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে স্থগিত টেস্ট খেলবে ভারত

ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

ক্রিকেটারদের আহত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়তে বললেন ইমরান খান

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন দায়িত্বে জয়াবর্ধনে

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন দায়িত্বে জয়াবর্ধনে