আমি মোস্তাফিজ হতে পারবো না : তাসকিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪২ এএম, ০১ অক্টোবর ২০২১
আমি মোস্তাফিজ হতে পারবো না : তাসকিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন টাইগার পেসার তাসিকন আহমেদ। তবে বল হাতে প্রতিপক্ষের শিবিরে সেভাবে ভীতি ছড়াতে পারছেন না তিনি। ফলে বিশ্বকাপের যাওয়ার আগে নিজের বোলিং নিয়ে কাজ করছেন এ টাইগার পেসার। সর্বশেষ বৃহস্পতিবার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছ থেকেও নিয়েছেন বোলিং দীক্ষা। গুরুর কাছ থেকে স্লোয়ারের পাশাপাশি শিখে নিয়েছেন কাটার।

বলের গতিতে কোন কম্প্রোমাইজ করতে না চাওয়া এ টাইগার পেসার জানান, বলের পেসের সাথে তার কোনো কম্প্রোমাইজ নেই।কারণ গতি কমে গেলে দল থেকে বাদ পড়ার শঙ্কাও রয়েছে। তবে কাটারের ক্ষেত্রে কখনো মোস্তাফিজ হতে পারবেন না তিনি।মোস্তাফিজ হলো ‘কাটার মাস্টার’।

সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার গতি কমে গেলে হয়তো আমি দল থেকে বাদ পড়তে পারি। আমি মোস্তাফিজ হতে পারবো না। মোস্তাফিজ হলো কাটার মাস্টার। পেসের সাথে যেন আমি কাটার ইম্প্রুভ করতে পারি এটাই।’

তবে কাটার বোলিং করা নিয়ে বেশি চাপ নিচ্ছেন না তাসকিন আহমেদ। তিনি জানান, আগেও কাটার করতেন তবে সেটা কার্যকর ছিল না। বর্তমানে নিজের কাটারে কিছুটা উন্নতি হলেই খুশি বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে তাসকিন বলেন, ‘বাড়তি চাপের কিছুই নাই। আমি অফ কাটার আগেও করতাম। আমারটা সোজা যাইতো এবং কম ঘুরতো। স্লোয়ারটা আসলে কি একই অ্যাকশনে বলে গতির পরিবর্তন। এটা যদি আগের থেকে ৫ শতাংশও উন্নতি হয়, তাহলে এটাই আমার ভাইয়ার (মাশরাফি) কাছ থেকে পাওয়া।’

মিরপুরের উইকেট স্পিন সহায়ক হওয়ার পরও এখানে কাটার করতে পারতেন না বলে জানিয়েছেন তাসকিন। তবে বর্তমানে কিছুটা হলেও কাটার করতে পারছেন বলে জানান তিনি।

ডানহাতি এ পেসার বলেন, ‘একটু বল ঘুরতেছিল। যদিও মিরপুরের উইকেট একটু ভিন্ন। আগে তো মিরপুরের উইকেটেও আমার কাটার ধরতো না। এখন আগের থেকে একটু হইলেই ধরছে। হয়তো ভবিষ্যতে যখন আরও কাজ করবো, তখন হয়তো আরও ভালো হবে।’

এছাড়াও কাটার করতে পারলে নিজের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন তাসকিন। বলেন, ‘আমি মোস্তাফিজের মতো কাটার করতে পারবো না। আমি আমার পেস এবং সুইংয়ের সাথে যদি কাটার করতে পারি তাহলে আমার হাতে অপশন বাড়বে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শওকত আজিজ রাসেল

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শওকত আজিজ রাসেল

দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে সাজেদুল

দ্বিতীয় বাংলাদেশি টেস্ট ক্রিকেটার হিসেবে আম্পায়ারিংয়ে সাজেদুল

বিসিবির কোচিং প্রোগ্রামের প্রধান দায়িত্বে সালাউদ্দিন

বিসিবির কোচিং প্রোগ্রামের প্রধান দায়িত্বে সালাউদ্দিন

মাস্কাট-আবুধাবি পর্বের সূচি প্রকাশ, বিশ্বকাপের আগে টাইগারদের দুটি প্রস্তুতি ম্যাচ

মাস্কাট-আবুধাবি পর্বের সূচি প্রকাশ, বিশ্বকাপের আগে টাইগারদের দুটি প্রস্তুতি ম্যাচ