করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ এএম, ০৪ অক্টোবর ২০২১
করোনার সুখবর নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ১৪ দিন আগে ওমান যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ উপলক্ষে দেশ ত্যাগের আগে সুখবরও পেল বাংলাদেশ। বাধ্যতামূলক করোনা পরীক্ষায় বাংলাদেশ ক্রিকেট দলের স্কোয়াডে থাকা সবাই করোনা নেগেটিভ হয়েছেন। ফলে বিশ্বকাপ যাত্রায় কোভিড-১৯ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কোন ঝামেলায় পড়তে হচ্ছে না।

রোববার (৩ অক্টোবর) স্পোর্টসমেইল২৪.কম-কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী সবাই করোনা নেগেটিভ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অল নেগেটিভ। কোন সমস্যা নেই।’

বিশ্বকাপ যাত্রার আগে আইসিসির নিয়মানুযায়ী বাধ্যতামূলক করোনা পরীক্ষায় শনিবার স্কোয়াডে থাকা সকলের (১৫ জন) নমুনা সংগ্রহ করেছিল বিসিবি। সেখানে সবারই নেগেটিভ রেজাল্ট এসেছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে খেলছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। আইপিল জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় তাদের আর নতুন করে করোনা পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। তারা সরাসরি মাস্কাটে দলের সাথে যোগ দিতে পারবেন।

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বিশ্বকাপের ১৪ দিন আগে ওমান যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল।

বিশ্বকাপের উদ্দেশে আজ (রোববার) দিনগত রাত ১০টা ৪৫ মিনিটে বিমানে উঠবে বাংলাদেশ দল। সোমবার ওমানে পৌঁছে একদিনের রুম কোয়ারেন্টাইন শেষে মঙ্গলবার (৫ অক্টোবর) থেকেই অনুশীলন শুরু করবেন মাহমুদউল্লাহ রিয়াদরা।

টানা চারদিনের অনুশীলন শেষে ৯ অক্টোবর (শনিবার) সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানেও একদিনের রুম কোয়ারেন্টাইন শেষে ১১ অক্টোবর (সোমবার) থেকে পুনরায় অনুশীলন শুরু করবেন মুশফিক-লিটনরা।

সংযুক্ত আরব আমিরাতে ১২ এবং ১৪ অক্টোবর আইসিসি আয়োজিত দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ অক্টোবর ওমানে ফিরে বিশ্বকাপের মূল লড়াই শুরু করবে বাংলাদেশ। সুপার-১২তে খেলার যোগ্যতা অর্জনে বাংলাদেশকে লড়তে হবে প্রথম রাউন্ড।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই : আমিনুল ইসলাম বিপ্লব এবং রুবেল হোসেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলের স্কোয়াড

কেমন হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে সকলের স্কোয়াড

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপে আশাবাদী মুশফিক

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে

সম্ভাব্য সেরা দলই যাচ্ছে বিশ্বকাপে