× Advertisement

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ অক্টোবর ২০২১
আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

তৃতীয় বাংলাদেশি হিসেবে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাস সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এর আগে এ তালিকায় মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের নাম উঠেছিল। সেপ্টেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে দূর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতি স্বরুপ মনোনয়ন পেলেন তিনি।

বুধবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন প্রকাশ করে আইসিসি। এ তালিকায় বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাসুম আহমদে ছাড়াও রয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানে এবং যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক ব্যাটার জাসকারান মালহোত্রা।

নাসুম আহমেদের আগে আরও দুই বাংলাদেশি ক্রিকেটার আইসিসির মাস সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছিলেন। তারা হলেন মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে দূর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতি স্বরুপ মে মাসের সেরা ক্রিকেটার হয়েছিলেন মুশফিক। অপরদিকে জিম্বাবুয়ে সফরে অলরাউন্ড পারফর্ম করেন সাকিব। তাই তো তিনি জুলাই মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বল হাতে দারুণ পারফর্মেন্স করেছিলেন নাসুম আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষেও বজায় রাখেন নিজের ধারাবাহিকতা। এ কারণেই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আট উইকেট শিকার করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেন নাসুম। এ ম্যাচে তিনি ১০ রানে ৪ উইকেট শিকার করেন।

নাসুমের বাকি দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নেপালি স্পিনার সন্দ্বিপ লামিচানে আইসিসি ওয়ানডে সুপার লিগের স্টেজ টুতে দারুণ ছন্দে ছিলেন। সেখানে ছয় ম্যাচে ১৮ উইকেট শিকার করেন তিনি। পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং করেন লামিচানে।

নাসুম আহমেদের আরেক প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা ওয়ানডে সুপার লিগের স্টেজ টুতে পাপুয়া নিউগিনির বিপক্ষে চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ছয় বলে ছয় হাঁকানোর রেকর্ড গড়েন।

নারী ক্রিকেটে ইংল্যান্ডের দুই ক্রিকেটারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার মাস সেরার মনোনয়ন পেয়েছেন। নারী ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন- চার্লি ডিন (ইংল্যান্ড), হেথার নাইট (ইংল্যান্ড) এবং লেজলি লি (দক্ষিণ আফ্রিকা)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

বিদেশে বিশ্বকাপ আয়োজন করেও ভারতের মুনাফা ১২ মিলিয়ন ডলার

বিদেশে বিশ্বকাপ আয়োজন করেও ভারতের মুনাফা ১২ মিলিয়ন ডলার

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

প্রথম দিনের অনুশীলনে সন্তুষ্ট সৌম্য সরকার

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল

বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল