ব্যাট হাতে আবারও ব্যর্থ তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪০ এএম, ০৭ অক্টোবর ২০২১
ব্যাট হাতে আবারও ব্যর্থ তামিম

এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) এক ম্যাচে রানের দেখা পেয়েই আবারও ব্যর্থ হলেন তামিম। ইপিএলের এলিমিনেটর ম্যাচে কাঠমান্ডু কিংস একাদশের বিপক্ষে ব্যাট হাতে মাত্র ৯ রানে সাজঘরে ফিরেছেন তামিম।

কীর্তিপুর ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভৈরাহাওয়া গ্লাডিয়েটরস অধিনায়ক শরদ বিশ্বকর। আগে ব্যাটিংয়ে নেমে বড় রানের দেখা পাননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

দলীয় ২৬ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন তামিম। জনক প্রকাশের বলে অমিত শ্রেষ্ঠর হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৯ রান করেন তামিম। এরমধ্যে একটি চার মেরেছিলেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিতওয়ান টাইগার্সের বিপক্ষে ৩০ বলে ৪০ রান করে ছন্দে ফেরার আভাস দেন তামিম। তবে ছন্দে ফেরার আভাস দিয়েও পরের ম্যাচেই দ্রুতই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

এভারেস্ট প্রিমিয়ার লিগে বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে নামতে না পারলেও পরের তিন ম্যাচে ব্যাট হাতে ওপেনিং করেছিলেন। তবে রানে ফিরতে পারেননি তামিম।

এলিমিনেটর ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮৮ রানে থেমেছে ভৈরাহাওয়ার ইনিংস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

আইসিসির মাস সেরার তালিকায় নাসুম

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

অ্যাশেজ খেলতে সম্মত ইংলিশ ক্রিকেটাররা

অ্যাশেজ খেলতে সম্মত ইংলিশ ক্রিকেটাররা

উন্নত জীবনের প্রত্যাশায় এবার মার্কিন মুলুকে উমর আকমল

উন্নত জীবনের প্রত্যাশায় এবার মার্কিন মুলুকে উমর আকমল