টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ এএম, ১১ অক্টোবর ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো মোট ৫৬ লাখ মার্কিন ডলার প্রাইজমানি হিসেবে পাবে। বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারলে ১৬ লাখ ডলার পকেটে ভরতে পারবে চ্যাম্পিয়ন দল।

বিশ্বকাপের এবারের আসরের শিরোপাজয়ী দল পাবে ১৬ লাখ মার্কিন ডলার। বিশ্বকাপের ফাইনালে হেরে গেলেও থাকছে বড় অঙ্কের অর্থ। রানার্স আপ দল পাবে ৮ লাখ মার্কিন ডলার।

সেমি ফাইনাল থেকে বাদ পড়া দুই দলের জন্য থাকছে মোট ৮ লাখ ডলার। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল এককভাবে ৪ লাখ ডলার করে পাবে।

বিশ্বকাপে এবার অনুষ্ঠিত হবে দুই পর্ব। প্রাথমিক পর্ব পেরিয়ে চারটি দলকে সুপার টুয়েলভে নাম লেখাতে হবে। র‍্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে সুপার টুয়েলভের বাকি আট দল নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২ ম্যাচ। প্রত্যেক ম্যাচের জন্য রাখা হয়েছে উইনিং বোনাস। এক ম্যাচ জিতলেই জয়ী দলের একাউন্টে জমা হবে ৪০ হাজার ডলার।

প্রাথমিক পর্ব থেকে বাদ পড়া চার দলের একাউন্টে ঢুকবে ৪০ হাজার ডলার। প্রাথমিক পর্বের পরেই শুরু হবে সুপার টুয়েলভ। সুপার টুয়েলভ থেকে বাদ পড়বে আট দল। সুপার টুয়েলভ থেকে বাদ পড়া দলগুলোর পকেটে ঢুকবে ৭০ হাজার ডলার। এখানেও প্রত্যেক ম্যাচের জয়ী দলের জন্য থাকছে ৪০ হাজার ডলার।

এছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের মতো বিশ্বকাপেও থাকছে ইনিংসের চলাকালীন বিরতি। এ বিরতির সময় হবে ২ মিনিট ৩০ সেকেন্ড। প্রত্যেক ম্যাচের দুই ইনিংসেই এ বিরতি দেওয়া হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

বিশ্বকাপ দেখতে অস্ট্রেলিয়াদের গুনতে হবে ডলার

বিশ্বকাপ দেখতে অস্ট্রেলিয়াদের গুনতে হবে ডলার