বিশ্বকাপ দেখতে অস্ট্রেলিয়াদের গুনতে হবে ডলার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৯ অক্টোবর ২০২১
বিশ্বকাপ দেখতে অস্ট্রেলিয়াদের গুনতে হবে ডলার

সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোরব (রোববার) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে ছোট ও জনপ্রিয় এ ফরম্যাটের এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তবে নিজ দেশে অজি ভক্তদের জন্য দেওয়া হলো দুঃসংবাদ। বিশ্বকাপের খেলা দেখতে হলে তাদের গুনতে হবে ডলার।

ওয়ানডে বিশ্বকাপে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত ছয়টি আসরের একবারও শিরোপার স্বাদ পায়নি তারা। ধারণা করা হচ্ছে, এবার শিরোপার আক্ষেপ গোছাতে পারে অজিরা। তবে ভক্তদের ফ্রিতে খেলা দেখাতে পারছে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অস্ট্রেলিয়ায় সরাসরি সম্প্রচারের অনুমোদন পেয়েছে ফক্সটেল ও কায়ো টিভি। চ্যানেল দু’টির কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপে ম্যাচ সরাসরি দেখতে চাইলে দিতে হবে সাবস্ক্রিপশন ফি। তবে সাবস্ক্রিপশন ফি-এর পরিমাণ জানানো হয়নি।

শুক্রবার (৮ অক্টোবর) ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। বলা হয়, ফক্সটেল ও কায়ো টিভি চ্যানেল দু’টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের সবগুলোই সম্প্রচার করবে। তবে সাবস্ক্রিপশন ব্রডকাস্ট সার্ভিসে দেখানো হবে। বিশ্বকাপে ফ্রি-টু-এয়ার টেলিকাস্ট হবে না।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ফক্সটেলের ২০২৩ সাল পর্যন্ত সম্প্রচার সত্ত্ব রয়েছে। অর্থাৎ, ২০২২ সালে নিজ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতে ওয়ানডে বিশ্বকাপের সময়ও ফক্সটেলের হাতেই থাকবে সম্প্রচার সত্ত্বের মালিকানা। ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, ওই দুটি বিশ্বকাপেও হয়তো ফ্রি টেলিকাস্ট থাকবে না। আরব আমিরাতের বিশ্বকাপের ন্যায় টাকা দিয়েই ম্যাচ দেখতে হবে।

ফক্সটেলের সম্প্রচারে ফ্রি দেখার কোন সুযোগ না থাকলেও ‘কায়ো’ টিভি চ্যানেল প্রথম ১৪ দিন সাবস্ক্রিপশন ফ্রি করে দিয়েছে। এ সময়ে অবশ্য অস্ট্রেলিয়ার সুপার টুয়েলভের ম্যাচগুলো রয়েছে। তবে ১৪ দিন পর আর ফ্রি দেখা যাবে না।

২০১০ সালের ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও অস্ট্রেলিয়ায় এমন ঘটনা ঘটেছিল। এছাড়া সম্প্রতি বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়ার ম্যাচগুলোও সম্প্রচার করেনি দেশটির কোন টিভি চ্যানেল। বিষয়টি নিয়ে সে সময় ক্ষোভ প্রকাশ অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড়সহ ভক্তরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচ সূচি
অক্টোবর ২৩ : প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
অক্টোবর ২৮ : আবুধাবিতে কোয়ালিফায়ার এ-১
অক্টোবর ৩০ : আবুধাবিতে ইংল্যান্ড
নভেম্বর ৪ : আবুধাবিতে কোয়ালিফায়ার বি-২
নভেম্বর ৬ : আবুধাবিতে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন অজি কিংবদন্তি স্ল্যাটার

বিতর্কিত মন্তব্যে চাকরি হারালেন অজি কিংবদন্তি স্ল্যাটার

অ্যাশেজ না হলে অস্ট্রেলিয়ার ক্ষতি হবে ২শ’ মিলিয়ন ডলার

অ্যাশেজ না হলে অস্ট্রেলিয়ার ক্ষতি হবে ২শ’ মিলিয়ন ডলার

নারী ক্রিকেটের এমন মাইলফলকে অ্যালিসা পেরি প্রথম

নারী ক্রিকেটের এমন মাইলফলকে অ্যালিসা পেরি প্রথম

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের আচরণে অস্ট্রেলিয়াকে সাবধান করলো পাকিস্তান

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের আচরণে অস্ট্রেলিয়াকে সাবধান করলো পাকিস্তান