ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ এএম, ১১ অক্টোবর ২০২১
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

সংযুক্ত আরব আমিরাত ও ওমানের অনুষ্ঠিতব্য আইসিসির পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যার ফলে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাট টি-টোয়িন্টির বিশ্ব আসরে প্রথমবারের মতো ব্যবহৃত হতে যাচ্ছে ডিআরএস।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি জানিয়েছে, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর (রোববার) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন এই প্লেয়িং কন্ডিশন চালু করা হচ্ছে। একটি ম্যাচে প্রত্যেক দল প্রতি ইনিংসে সর্বোচ্চ দু’টি রিভিউ পাবে।

২০১৬ সালে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত আসরে ডিআরএস ছিল না। কারণ, ওই সময় টি-টোয়েন্টিতে রিভিউ সিস্টেমের আবির্ভাব হয়নি। তবে প্রথমবার আইসিসির টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডিআরএসের ব্যবহার হয় ২০১৮ সালে, মেয়েদের বিশ্বকাপে।

মেয়েদের ওই আসরে প্রত্যেক ম্যাচে একটি করে রিভিউ নিতে পারতো দলগুলো। এছাড়া ২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই সমান ডিআরএস সুবিধা ছিল।

গভর্নিং বডি গত বছর জুনে এক ঘোষণায় জানায়েছিল, কোভিড-১৯ মহামারির কারণে ‘অনভিজ্ঞ’ আম্পায়ারের কথা মাথায় রেখে সব ফরম্যাটের ম্যাচের প্রত্যেক ইনিংসে একটি করে বাড়তি ডিআরএস রাখা হবে। ফলে সাদা বলের ফরম্যাটের প্রত্যেক ইনিংসে রিভিউর সংখ্যা বেড়ে দু’টি করা হয় এবং টেস্ট ক্রিকেটে সেটি তিনটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল সাইফউদ্দিন

চট্টগ্রামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল সাইফউদ্দিন

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী

ওমানে ব্যাটারদের ভালো করার সুযোগ দেখছেন শামীম পাটোয়ারী