শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ এএম, ১১ অক্টোবর ২০২১
শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগকে কাজে লাগিয়ে এবার স্কোয়াডে পরিবর্তন আনলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শেষ দিনে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শাপুর জাদরান। শাপুর জাদরান বাদ পড়লেও রিজার্ভ হিসেবে চারজন ক্রিকেটারকে দলের সাথে রেখেছে তারা।

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী রোববার (১০ অক্টোবর) পর্যন্ত অংশগ্রহণকারী দেশগুলো স্কোয়াডে পরিবর্তন সুযোগ আছে। এ দিনই নিজেদের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছে এসিবি।

চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান। সে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন শাপুর জাদরান। তবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা এ পেসারকে সংশোধিত স্কোয়াডে রাখা হয়নি।

সর্বশেষ ২০২০ সালের মার্চে আফগানিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন শাপুর জাদরান। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। আফগানদের হয়ে ৩৬ টি-টোয়েন্টিতে ৩৭ উইকেট শিকার করেছেন তিনি।

শাপুর জাদরান ছাড়াও স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাইস আহমেদ। মূল স্কোয়াডে জায়গা না পেলেও দলের সাথে থাকবেন শরাফউদ্দিন আশরাফ এবং দৌলত জাদরান। সফরসঙ্গী হিসেবে চার ক্রিকেটারকে নিয়ে যাচ্ছে আফগানিস্তান।

রিজার্ভ হিসেবে থাকা ফরিদ আহমাদ মালিক মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন। তিনি ১৬ টি-টোয়েন্টিতে ২১ উইকেট শিকার করেছেন। তবে ওভার প্রতি প্রায় ৮ এর বেশি রান খরচ করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভ রাউন্ডে খেলবে আফগানিস্তান। সুপার টুয়েলভে গ্রুপ ‘২’ এ আছে আফগানরা। নির্ধারিত সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকায় সরাসরি সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান।

আফগানিস্তান স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), রহমতউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, হাসমতউল্লাহ শহিদি, আসগর আফগান, গুলবদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, হামিদ হাসান, ফরিদ আহমাদ মালিক, নাভিন উল হক।

রিজার্ভ
শরাফউদ্দিন আশরাফ, সামিউল্লাহ শিনওয়ারি, দৌলত জাদরান, ফজল হক ফারুকি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস