বিশ্বকাপ খেলতে আফগানিস্তানের কোন বাধা নেই : আইসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ পিএম, ১১ অক্টোবর ২০২১
বিশ্বকাপ খেলতে আফগানিস্তানের কোন বাধা নেই : আইসিসি

তালেবান শাসন শুরুর পর থেকেই আফগানিস্তান জুড়ে চলছে পালাবদল। ক্রিকেট মাঠ কিংবা প্রশাসনেও পড়েছে এর প্রভাব। স্থগিত হয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। আফগানিস্তান জুড়ে নিষিদ্ধ হয়েছে নারী ক্রিকেট। এতসব নেতিবাচক খবরের মধ্যে আফগানদের জন্য স্বস্তির খবর দিয়েছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আফগানদের বিশ্বকাপ খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছে আইসিসি।

তালেবান সরকার ক্ষমতায় এসেই সরিয়েছে বোর্ড প্রধানকে, নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন আজিজুল্লাহ ফাজলি। এছাড়াও প্রধান নির্বাহীকেও ছেটে ফেলেছে তারা। ক্রিকেট প্রশাসনে বদলের পাশাপাশি অধিনায়কের দায়িত্বেও এসেছে পরিবর্তন। বিশ্বকাপের দল ঘোষণার কয়েকদিন আগেই আফগান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেন রশিদ খান। তবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার কয়েক মুহূর্ত পরই অভিমানে দায়িত্ব ছেড়ে দেন। অধিনায়কের নতুন দায়িত্ব পান সাবেক কাপ্তান মোহাম্মদ নবী।

রোববার (১০ অক্টোবর) আইসিসির নিয়মের সুযোগ নিয়ে স্কোয়াডে বদল এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার শাপুর জাদরান এবং কাইস আহমেদ।

তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আফগানদের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি শঙ্কার মধ্যে পড়েছিল। আইসিসির নিয়মানুযায়ী সরকার কখনই ক্রিকেট বোর্ডের রাজনৈতিক হস্তক্ষেপ করতে পারবে না। তবে তালেবান সরকার ক্ষমতায় এসে বোর্ড সভাপতিকে সরিয়ে দিয়ে রাজনৈতিক হস্তক্ষেপ করেছে।

এছাড়াও আফগানিস্তানের ক্ষমতা দখল করেই ক্রিকেটকে খেলার বিষয়ে উদারতা দেখালেও, নারী ক্রিকেটকে নিষিদ্ধ করেছে তারা।

আফগানিস্তানের এমন সিদ্ধান্তের পর অজি টেস্ট অধিনায়ক টিম পেইন জানিয়েছিলেন, বিশ্বকাপের দলগুলো আফগানিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানো উচিত। এছাড়াও আফগানিস্তান কিভাবে বিশ্বকাপে অংশ নিচ্ছে এ বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এতসব অভিযোগের পরও আফগানিস্তানের বিশ্বকাপে খেলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস। তিনি বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিত পর্যবেক্ষণ করা হবে। তাদের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তী বোর্ড সভায় নেওয়া হবে। বিশ্বকাপের পর পরই বোর্ড সভা আয়োজিত হতে পারে। তারা আইসিসির পূর্ণ সদস্য দেশ। টুর্নামেন্টে অংশগ্রহণ স্বাভাবিক নিয়মেই আগাচ্ছে।’

বোর্ডের ক্ষমতা পালা বদল হলেও বোর্ডের সাথে আইসিসির নিয়মিত যোগাযোগ আছে। এ বিষয়ে অ্যালারডাইস বলেন, ‘সদস্য দেশের বোর্ডের মাধ্যমে ক্রিকেট উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ১৬ লাখ ডলার

শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

বিশ্বকাপের চূড়ান্ত দলে শ্রীলঙ্কার তিন পরিবর্তন

বিশ্বকাপের চূড়ান্ত দলে শ্রীলঙ্কার তিন পরিবর্তন

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস