শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৭ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৩ অক্টোবর ২০২১
শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৭ রানে থামলো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অফিসিয়াল প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৭ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। লঙ্কার বোলারদের বোলিং তোপে নিয়মিত উইকেট হারিয়ে এ সংগ্রহ গড়ে টাইগাররা। ৭ উইকেট হারিয়ে এ রানের পিছনে ব্যাট হাতে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান করেছেন সৌম্য সরকার।

মঙ্গলবার (১২ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ না খেলায় ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস।

ব্যাট করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাস ভালোই শুরু করেন। পঞ্চম ওভারের চতুর্থ বলে উদ্বোধনী জুটি ভাঙার আগে ৩১ রান করে বাংলাদেশ। পরের ওভারের আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। ষষ্ঠ ওভারে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৪১ রান।

১০ ওভারের মধ্যে আরও একটি উইকেট হারায় বাংলাদেশ। ফলে ১০ ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৬৮ রান। শেষ ১০ ওভারে টাইগারদের স্কোরে যোগ হয় ৭৯ রান। তবে এর মধ্যে হারাতে হয় আরও ৪টি উইকেট।

সৌম্য ছাড়া ওপেনার নাঈম শেখ ১৯ বলে ১১, অপর ওপেনার লিটন দাস ১৪ বলে ১৬, মুশফিকুর রহিম ১৩ বলে ১৩, আফিফ ১১ বলে ১১, নুরুল হাসান সোহান ১৪ বলে ১৫, শামীম হোসের পাটোয়ারী ৮ বলে ৫ রান করেন। এছাড়া শেষ দিকে ১২ বলে ১৬ রান নিয়ে মাহেদী হাসান এবং ৪ বল খেলে ৪ রান নিয়ে তাসকিন আহমেদ অপরিাজিত ছিলেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিঠের ইনজুরি, প্রথম রাউন্ডে খেলতে পারবেন মাহমুদউল্লাহ?

পিঠের ইনজুরি, প্রথম রাউন্ডে খেলতে পারবেন মাহমুদউল্লাহ?

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন

বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ : সুজন