বিশ্বকাপের ভারত স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ এএম, ১৪ অক্টোবর ২০২১
বিশ্বকাপের ভারত স্কোয়াডে পরিবর্তন

পাকিস্তান-শ্রীলঙ্কার পর বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনলো ভারত। ভারতীয় স্কোয়াডে অক্ষর প্যাটেলের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার শার্দুল ঠাকুর। তবে মূল স্কোয়াড থেকে বাদ পড়লেও দলের সাথে বিশ্বকাপে থাকবেন অক্ষর।

বুধবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে স্কোয়াডে পরিবর্তন আনার বিষয়টি নিশ্চিত করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

চলতি বছরের সেপ্টেম্বর ঘোষিত স্কোয়াডে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন শার্দুল ঠাকুর। তাকে স্ট্যান্ডবাই থেকে মূল স্কোয়াডে যুক্ত করা হয়েছে। অপরদিকে অক্ষর প্যাটেলকে মূল দল থেকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হচ্ছে।

অক্ষর প্যাটেল দলে জায়গা হারালেও নিজের জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ইনজুরি কাটিয়ে ক্রিকেটে ফিরলেও এখনও বোলিং শুরু করেননি হার্দিক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

ভারতীয় দলে চতুর্থ পেসার হিসেবে জায়গা পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে ইনজুরির কারণে তার বোলিং করা নিয়ে সন্দেহ থাকায় চতুর্থ পেসার হিসেবে মূল স্কোয়াডে জায়গা পেলেন শার্দুল ঠাকুর। 

চলতি বছরের ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ভারত। এবারের আসরের আয়োজক ভারত হলেও করোনাভাইরাস মহামারির কারণে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে অনুষ্ঠিত হচ্ছে।

ভারত স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি।

স্ট্যান্ডবাই
শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল ও দিপক চাহার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি

পারশ্রমিক ছাড়াই কোহলিদের মেন্টর ধোনি

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন

ভারতের কোচ হতে আগ্রহী টম মুডি

ভারতের কোচ হতে আগ্রহী টম মুডি