পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ এএম, ১৭ অক্টোবর ২০২১
পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

কিছুদিন আগে নিরাপত্তার অজুহাতে সিরিজ না খেলেই দেশে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। এছাড়াও একই সময়ে সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। এতেই প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটুকু প্রস্তুত পাকিস্তান। এরই মধ্যে ২০২৩ এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৩ সালের ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে পাকিস্তানের মাটিতে ২০২৩ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যদিও টুর্নামেন্টের তারিখ এখনও নিশ্চিত করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিবি)।

শুক্রবার (১৫ অক্টোবর) দুবাইয়ে এসিবির সভায় বসে সদস্য দেশগুলো। এসিবি সভাপতি জয় শাহর নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় পাকিস্তানকে দায়িত্ব দেয় এসিবি। তবে পাকিস্তানের টুর্নামেন্ট আয়োজনে কোনো আপত্তি জানায়নি দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এছাড়াও আগামী ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ট-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। বিষয়গুলো নিশ্চিত করেছেন এসিবি সভাপতি জয় শাহ।

২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্তে অটল আছেন পিসিবি সভাপতি রমিজ রাজা। তিনি জানিয়েছেন পাকিস্তান ছাড়া অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে সিরিজটি আয়োজিত হবে না।

সর্বশেষ ২০০৮ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। এরপর ২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলার পর থেকে আর কোনো আন্তর্জাত্তিক টুর্নামেন্ট আয়োজন করেনি পাকিস্তান। তবে জঙ্গিত হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে শুরু করেছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ

ভারতের অন্তবর্তীকালীন কোচ হচ্ছেন দ্রাবিড়

ভারতের অন্তবর্তীকালীন কোচ হচ্ছেন দ্রাবিড়

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

দুর্নীতির দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার

দুর্নীতির দায়ে নিষিদ্ধ পাকিস্তানি ক্রিকেটার