জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৫ অক্টোবর ২০২১
জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টর ডেভ হাটন

জিম্বাবুয়ে ক্রিকেটে ফিরলেন সাবেক ব্যাটার ডেভ হাটন। জিম্বাবুয়ে ক্রিকেটের কোচিং ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন তিনি। এর আগেও একই দায়িত্বে জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে কাজ করেছিলেন হাটন।

জিম্বাবুয়ে ক্রিকেটের সব পর্যায়ে ও সব সংস্করণে কোচিং প্রোগ্রাম উন্নত করা এবং বাস্তবায়নের কাজ করবেন ডেভ হাটন। পাশাপাশি দেশজুড়ে কোচদের জন্য বিশেষ ক্যাম্পের দায়িত্বে থাকবেন তিনি। ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা বের করে আনার জন্য কোচদের প্রস্তুত করাই হবে তার প্রধান কাজ।

শুধু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে নয়, ঘরোয়া ক্রিকেটেও কাজ করবেন তিনি। ঘরোয়া ক্রিকেটের দল মাউন্টেনিয়ার্সের প্রধান কোচের ভূমিকাতেও তাকে দেখা যাবে।

চলতি বছরে সেপ্টেম্বরে কাউন্টি দল ডার্বিশায়ারের কোচিং ডিরেক্টরের দায়িত্ব ছেড়ে দেন ডেভ হ্যাটন। এর আগে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেছিলেন তিনি। কোচ হিসেবেও কাউন্টি ক্রিকেটে বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার। ডার্বিশায়ার, উস্টারশায়ার, মিডলসেক্স এবং সামারসেটে বিভিন্ন দায়িত্বে কোচিং প্যানেলের সাথে কাজ করেছেন তিনি।

জিম্বাবুয়ে ক্রিকেটেও কোচ হিসেবে কাজ করেছেন ডেভ হাটন। ১৯৯৯ বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও ২০০৯ সালে জিম্বাবুয়ে কোচিং ডিরেক্টরের দায়িত্বও পালন করেছেন।

শুধু কোচ নয় ক্রিকেটার হিসেবেও হাটনের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। জিম্বাবুয়ের অভিষেক টেস্টের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা হাটন ২২ টেস্টে চার সেঞ্চুরি করেছিলেন। এছাড়াও ৬৩ ওয়ানডেতে করেছিলেন ১৫৩০ রান। মূলত ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের জন্য তার পরিচিতি রয়েছে।

খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে ১৯৯৭ সালে কোচিং পেশায় নাম লেখান ডেভ হাটন। কোচিং পেশায় একের পর সাফল্য এনে দিয়েছেন দলগুলোকে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

টাকায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক করছে ভারত : ইমরান খান

শুধু ভারত নয়, যেকোনো দলকে হারাতে সক্ষম পাকিস্তান : হাসান আলী

শুধু ভারত নয়, যেকোনো দলকে হারাতে সক্ষম পাকিস্তান : হাসান আলী

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন

কোহলিও নিজেকে ‘ব্যর্থ অধিনায়ক’ ভাবে : মাইকেল ভন

পাঞ্জাবের ডেরায় থাকছেন না রাহুল

পাঞ্জাবের ডেরায় থাকছেন না রাহুল