ওমানে দলে যোগ দিয়েছেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪২ এএম, ১৭ অক্টোবর ২০২১
ওমানে দলে যোগ দিয়েছেন সাকিব

আইপিএল শেষে দলের সাথে যোগ দিলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপের উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার একদিন আগে ওমানে থাকা বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন তিনি। ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে একদিন দলের সাথে অনুশীলন করতে পারছেন সাকিব আল হাসান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। কলকাতা ফাইনালে ওঠায় সবার শেষে দলের সাথে যোগ দিলেন তিনি। এর আগে আইপিএলে খেলা মোস্তাফিজুর রহমান দলের সাথে যোগ দিয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন। যদিও দল হেরে গেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ের বিপক্ষে ফাইনাল ম্যাচ শেষে দুবাই থেকে সড়ক পথে ওমানে রওয়ানা দেন সাকিব আল হাসান। সড়কপথে ভ্রমণ শেষে শনিবার (১৬ অক্টোবর) ওমানে পৌঁছে দলে সাথে যোগ দেন তিনি। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি স্পোর্টসমেইল২৪.কম-কে নিশ্চিত করেছেন।

আইপিএলের জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন সাকিব আল হাসান। ফলে সেখান থেকে সরাসরি বাংলাদেশ দলের জৈব-সুরক্ষা বলয়ে যোগ দেওয়ায় সাকিবকে আলাদ করে কোনো কোয়ারেন্টাইন পালন করতে হবে না। মূলত কোয়ারেন্টাইন এড়ানোর জন্য আকাশপথে না গিয়ে সড়ক পথে দলের সাথে যোগ দেন তিনি।

এদিকে, বিশ্বকাপ শুরু আগে শনিবার সর্বশেষ অনুশীলনে করবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে টানা ম্যাচ খেলা এবং দুবাই থেকে ওমান ভ্রমণের ধকল কাটিয়ে শনিবার সাকিব অনুশীলনে নামবেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

আইপিএলের ১৪তম আসরের ফাইনালে খেলেছিল সাকিব আল হাসান দল কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল ম্যাচের একাদশে ছিলেন সাকিব। তবে বোলিং কিংবা ব্যাটিং কোনো বিভাগেই পারফর্ম করতে পারেননি তিনি।

রোববার (১৭ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের প্রাথমিক পর্বে প্রথম ম্যাচে টাইড়ারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

ওমান-নিউগিনির কাতারে বাংলাদেশকে ভাবছে স্কটল্যান্ড

সাকিবের আইপিএল পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য প্রেরণা

সাকিবের আইপিএল পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য প্রেরণা

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ

চোট কাটিয়ে বিশ্বকাপে নামতে প্রস্তুত রিয়াদ