বক্সিং ডে টেস্টে ৮০ হাজার দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৯ এএম, ২৫ অক্টোবর ২০২১
বক্সিং ডে টেস্টে ৮০ হাজার দর্শক

ফাইল ফটো

অস্ট্রেলিয়ায় কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে ধারণা ক্ষমতার সমান দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তাই তো বক্সিং ডে টেস্টে ৮০ হাজারেরও বেশী দর্শক সমাগম ঘটতে পারে বলে মনে করছেন ম্যাচ সংশ্লিষ্টরা। করোনার সংক্রমণ রোধে মেলবোর্নে বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদি কোভিড বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

অস্ট্রেলিয়ায় মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকলেও মেলবোর্ণ শহরের স্টেডিয়ামগুলো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।যদি দর্শক প্রবেশে কোন বিধি নিষেধ না থাকে, তাহলে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অ্যাশেজের তৃতীয় টেস্টে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। দর্শক প্রবেশ করতে দিলে ৮০ হাজারের মতো লোক খেলা দেখবে বলে জানান আয়োজকরা।

করোনাভাইরাস মহামারি শুরুর পর দেশটির দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা অধ্যুষিত এ শহরটিতে দীর্ঘ ২৬০ দিনেরও বেশী সময় লকডাউন দেওয়া হয়েছিল। শুক্রবার (২২ অক্টোবর) তা প্রত্যাহার করা হয়েছে। ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান ড্যান আন্দ্রেসের আশা পুরো স্টেডিয়ামটি দর্শকে পরিপূর্ণ থাকবে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘বক্সিং ডে টেস্টের প্রথম দিনে আমি অন্তত ৮০ হাজারেরও বেশী দর্শক মাঠে দেখতে চাই। সেটি করার জন্য আমরা বদ্ধ পরিকর। বিষয়টি খুব একটা সহজ নয়। সে জন্য টিকিট বিক্রি কিছুটা সহজ করতে হবে। তবে সেটি করতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।’

করোনাভাইরাস মাহামরির কারণে সর্বশেষ গ্রীষ্মে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে সেখানে ৩০ হাজার দর্শকের সমাগম ঘটেছিল। চলতি বছরের ৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে ৫ টেস্টের অ্যাশেজ লড়াই।

চলতি বছরের জুলাইয়ে ভেন্যুগুলোকে ধারণক্ষমতার পুরো টিকিট বিক্রি করতে বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কেবলমাত্র কোভিড-১৯ সংক্রমনে জর্জরিত শহরের মেলবোর্ণে এক লাখ ধারন ক্ষমতার এমসিজিতে সেটি কার্যকর হবে না।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, শুধুমাত্র খেলা নয়

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, শুধুমাত্র খেলা নয়

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘সরাসরি’ খেলবে বাংলাদেশ : আইসিসি

অস্ট্রেলিয়া বিশ্বকাপে ‘সরাসরি’ খেলবে বাংলাদেশ : আইসিসি

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম : পাপন

টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলেন তামিম : পাপন

আদিল রশিদের রেকর্ডগড়া বোলিংয়ে ক্যারিবিয়ানদের হারালো ইংল্যান্ড

আদিল রশিদের রেকর্ডগড়া বোলিংয়ে ক্যারিবিয়ানদের হারালো ইংল্যান্ড