শনিবার থেকে অনুশীলন, সাকিব নেই-অনিশ্চিত তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৩ এএম, ১২ নভেম্বর ২০২১
শনিবার থেকে অনুশীলন, সাকিব নেই-অনিশ্চিত তামিম

বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজকে সামনে রেখে শনিবার (১৩ নভেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের আনুষ্ঠানিক অনুশীলন। তার আগে ছুটি কাটিয়ে ফিরবেন কোচিং স্টাফ। তবে পাকিস্তান সিরিজে না খেলা সাকিব আল হাসান থাকছেন না অনুশীলনে। এছাড়া ইনজুরিতে পড়া তামিম ইকবালকে অনুশীলনের শুরুতে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ছিটকে যাওয়ার পর বিদেশি কোচ কোচ ঢাকায় ফেরেননি। সপ্তাহখানিকের ছুটি কাটিয়ে জাতীয় দলের কোচরা ঢাকায় ফিরছেন শুক্রবার (১২ নভেম্বর)। আর কঠোর কোয়ারেন্টাইন ইস্যু না থাকায় শনিবার (১৩ নভেম্বর) থেকেই শুরু করবেন জাতীয় দলের অনুশীলন।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখনো স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপ স্কোয়াডের বাইর থাকা জাতীয় দলের ৭ ক্রিকেটারকে নিয়ে বেশ আগে থেকেই অনুশীলন শুরু করেছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সাংবাদিকদের খালেদ মাহমুদ সুজন বলেন, ‘শনিবার (১৩ তারিখ) থেকে অনুশীলন শুরু হওয়ার কথা বলেই কোচরা শুক্রবার (১২ তারিখ) ঢাকা আসতেছে বলে জানি। এর মধ্যে পুরো দল বা প্রাথমিক দল (পাকিস্তান সিরিজের) দিলে শনিবার থেকেই কাজ (অনুশীলন) শুরু করবো, ইনশাআল্লাহ।’

বিশ্বকাপ শেষে ১৬ নভেম্বর (মঙ্গলবার) ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশের সফরে আসা পাকিস্তান ক্রিকেট ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে।

টাইগারদের স্কোয়াড ঘোষিণা নিয়ে সুজন বলেন, ‘এটা তো নির্বাচকরা বলতে পারবেন। আমি চাই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হোক, তাড়াতাড়ি দিলে ভালো। ছেলেদের ট্রেনিং শুরু করার দরকার। হাতে বেশি সময়ও নেই। কাল তো শুক্রবার, পরশু (শনিবার) হয়তো দিয়ে দিবে (স্কোয়াড)।’

এদিকে, ইনজুরির কারণে বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে না সাকিব আল হাসান ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও খেলছে না। অন্যদিকে, বিশ্বকাপে না খেলা তামিম ইকবাল রয়েছেন ইনজুরিতে। বিশ্বকাপ না খেলে নেপালে খেলতে গিয়ে পুরোনো চোট নতুন করে দেখা দেওয়ায় ফিরে আসতে হয়েছে দেশে।

সাকিব-তামিমের বিষয়ে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ওদের খবর ফিজিও বলতে পারবে। আর বিবেচনায় (পাকিস্তান সিরিজে) আছে কি-না সেটা নির্বাচকরা দেখবে। রিপোর্টটা আমি এখনও দেখিনি। আমি মাত্র ৭-৮ জন ছেলের সাথে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘তামিমের ফিটনেসের ব্যাপারে এখনো ক্লিয়ারেন্স পায়নি। ওর ব্যথা আছে এখনও। সাকিবের ইস্যু একদমই বলতে পারবো না।’

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৯ নভেম্বর। মিরপুরে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২২ নভেম্বর।

এদিকে, করোনা পরিস্থিতি তুলনামূলক ভালো অবস্থানে থাকায় পাকিস্তান সিরিজে থাকছে না কঠোর বায়ো-বাবল। ফলে প্রয়োজনে একদিনের মাঝে স্কোয়াডে খেলোয়াড় যোগ করা সম্ভব হবে। এমন সুবিধা থাকায় পাকিস্তানের বিপক্ষে ছোট স্কোয়াড রাখার চিন্তা করছেন নির্বাচকরা

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে

বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

টেস্ট আঙিনায় ২১ বছরে বাংলাদেশ

টেস্ট আঙিনায় ২১ বছরে বাংলাদেশ