উপেক্ষিত হলেই সেরা ফর্মে ফেরেন জাম্পা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০১ এএম, ১৫ নভেম্বর ২০২১
উপেক্ষিত হলেই সেরা ফর্মে ফেরেন জাম্পা

টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে দারুণ ছন্দে আছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। প্রত্যেক ম্যাচেই দলের জয়ে রেখেছেন অবদান। তবে নিজের এ সাফল্যের পিছনে তাকে উপেক্ষা করাই মূল কারণ বলে মনে করেন তিনি। জাম্পা জানান, তাকে কেউ গুরুত্ব না দিলেই নিজের সেরাটা খেলতে পারেন তিনি।

রোববার (১৪ নভেম্বর) দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এ ম্যাচের আগে এক সাক্ষাৎকারে নিজের সাফল্যের রহস্য জানান অ্যাডাম জাম্পা।

তিনি বলেন, ‘আমাকে সব সময়ই উপেক্ষা করা হতো। আমি যখন ১৫-১৬ বছর বয়সী একটা গ্রামের ছেলে ছিলাম, তখনো দেখা যেত শহরের একটা ছেলে আমার থেকে ভালো বল করছে, অথবা আরেকটা ছেলে চলে এসেছে, যে আমার থেকে ভালো লেগ স্পিনার হয়ে গেছে।’

উপেক্ষার এ সময়গুলোতে নিজের সেরাটা দিয়ে খেলতে পারেন বলে মনে করেন তিনি। বলেন, ‘এ টুর্নামেন্ট শেষে আরেকটা সিরিজ যখন আসবে, আমাকে আবারও হয়তো উপেক্ষা করা হবে। কিন্তু আমি এ সময়গুলোতেই ভালো বোলিং করি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছেন অ্যাডাম জাম্পা। ১২ উইকেট শিকার করে এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে অবস্থান করছেন তিনি।

এবারের আসরে উইকেট শিকারের পাশাপাশি রান দেওয়ার ব্যাপারেও বেশ মিতব্যয়ী ছিলেন অ্যাডাম জাম্পা। প্রতিটি উইকেটের জন্য গড়ে ১০.৯১ রান খরচ করেছেন তিনি। এছাড়াও ওভার প্রতি ৫.৬৯ রান দিয়েছেন অ্যাডাম জাম্পা।

সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয়ে দারুণ ভূমিকা রাখেন অ্যাডাম জাম্পা। এ ম্যাচের পর স্টয়নিসের কাছ থেকে বেশ প্রশংসা পান এ লেগ স্পিনার। 

স্টয়নিস বলেন, ‘জাম্পার সবচেয়ে ভালো দিকটা হলো ও প্রচণ্ড সৎ। বাংলাদেশের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পরেও সে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট ছিল না। এটাই ভালো খেলোয়াড়ের একটা গুণ, মাঠে নিজে কী করছে না করছে, সেটা ঠিকঠাকভাবে বুঝতে পারা।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

বিশ্বকাপ শেষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

পাকিস্তান সফরে রাজি নন কয়েকজন অজি ক্রিকেটার

পাকিস্তান সফরে রাজি নন কয়েকজন অজি ক্রিকেটার

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

অ্যাশেজে ইংল্যান্ডের কোচিং স্টাফ চূড়ান্ত

অ্যাশেজে ইংল্যান্ডের কোচিং স্টাফ চূড়ান্ত