কোয়ারেন্টাইন ইস্যুতে যুব বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের নাম প্রত্যাহার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৬ এএম, ১৯ নভেম্বর ২০২১
কোয়ারেন্টাইন ইস্যুতে যুব বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ডের নাম প্রত্যাহার

মাস দুয়েক পরেই শুরু হবে যুব বিশ্বকাপের ১৪তম আসর। এ আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড। কোয়ারেন্টাইন জনিত সমস্যার কারণে মূলত নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন তারা।

করোনাভাইরাস মহামারির সময়ে ক্রিকেট ম্যাচ মানেই চলছে কোয়ারেন্টাইন এবং জৈব সুরক্ষা বলয়। এছাড়াও রয়েছে নিউজিল্যান্ড সরকারের কঠোর কোয়ারেন্টাইন নিয়ম। তাই তো যুব ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে যুব বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।

যেকোনো দেশ থেকে নিউজিল্যান্ডে পা রাখলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হয়। যুব বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের জন্যও এ নিয়ম বহাল রেখেছে নিউজিল্যান্ড সরকার। তাই তো বিশ্বকাপ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

নিউজিল্যান্ড নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের বদলি হিসেবে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। যুব বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে তাদের সঙ্গী হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজে বসছে যুব বিশ্বকাপের আসর। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল। ওয়েস্ট ইন্ডিজের চারটি ভেন্যুতে আয়োজিত হবে এবারের আসর। ভেন্যুগুলো হলো- সেন্ট কিটস এন্ড নেভিস, ত্রিনিদাদ এন্ড টোবাগো, অ্যান্টিগা-বারমুডা এবং গায়ানা।

১৬ দলের এ আসরে ফাইনাল সহ মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সবগুলো ম্যাচই সেন্ট কিটস এন্ড নেভিসে আয়োজিত হবে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ক্রিকেট কোচ গ্রাহাম ফোর্ড

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ক্রিকেট কোচ গ্রাহাম ফোর্ড

বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানছে না পাকিস্তান

বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মানছে না পাকিস্তান

নিউজিল্যান্ডকে হারিয়ে দ্রাবিড়-রোহিত জুটির দারুণ শুরু 

নিউজিল্যান্ডকে হারিয়ে দ্রাবিড়-রোহিত জুটির দারুণ শুরু 

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি

ওয়ানডে বিশ্বকাপ নিয়মে বদল আনলো আইসিসি