‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ এএম, ২২ নভেম্বর ২০২১
‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশে ইনজামাম

পাকিস্তান ক্রিকেট দলে বয়স ও অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। হাফিজের বয়স ৪১, আর বসয় মালিকের ৩৯। বয়সের কারণে হাফিজ-মালিককে ‘বুড়ো’ বলে সম্বোধন করা হয়। তবে ব্যাট হাতে-বল হাতে জ্বলে উঠতে পিছপা হন না তারা। ফলে হাফিজ-মালিকের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি ভালো করতে পারেননি হাফিজ ও মালিক। হাফিজ ব্যাট হাতে পাঁচ ইনিংসে ৮৫ রান এবং মালিক চার ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০০ রান করেন। এতে অনেকেই বলছেন, তাদের সময় ফুরিয়ে এসেছে।

তাদের দুজনের পরিবর্তে নতুনদের সুযোগের পক্ষে সমালোচককারীরা। তবে সমালোচকদের বিপক্ষে কথা বললেন ইনজামাম।
‘বুড়ো’ হাফিজ-মালিকের পাশেই দাঁড়ালেন তিনি।

এআরওয়াই টিভিতে এক সাক্ষাৎকারে ইনজামাম বলেন, ‘যদি কোন খেলোয়াড়কে বাদ দিতে হয়, তবে সবার আগে তার বিকল্প খুঁজে বের করতে হবে। বাদ দেওয়াটা গুরুত্বপূর্ণ নয়, তার বিকল্প খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আপনি এই বিশ্বকাপের জন্য তাকে বাদ দিয়েছিলেন, কিন্তু আপনার কোন বিকল্প ছিল না। তাই বদলি গুরুত্বপূর্ণ। দল থেকে তাদের বাদ দেওয়াটা সহজ, কিন্তু কঠিন ব্যাপার হচ্ছে হাফিজ বা মালিকের মতো খেলোয়াড়ের বিকল্প খুঁজে পাওয়া।’

দেশের হয়ে হাফিজ ম্যাচ ৩৯২টি এবং মালিক ৪৪৬টি ম্যাচ খেলেছেন। তবে হাফিজ-মালিকের বিকল্প থাকলে তাদের বাদ দিলে কোন আপত্তি নেই ইনজামামের।

তিনি বলেন, ‘তাদের বিকল্প যদি আপনার হাতে থাকে, তাহলে মালিক আর হাফিজকে বাদ দিতে পারেন। আর তারা যদি ভালো খেলতে থাকে এবং টিম ম্যানেজমেন্ট মনে করে দলের জন্য তারা গুরুত্বপূর্ণ তবে তাদের দলে রাখার সুবিধাটা নেওয়া উচিত। তাদের অভিজ্ঞতা অনেক এবং তারা দু’জনই দলের অন্য খেলোয়াড়দের দিক নির্দেশনা দিতে পারে।’

বয়স ৪০ হলেই যে তাকে দল থেকে বাদ দিতে হবে -এ ফর্মুলার সাথে একমত নন ইনজামাম। তার মতে, পারফরমেন্সই আসল বিষয়। সেটি ঠিক-ঠাক না হলে, ওই খেলোয়াড়কে দলে রাখার দরকার নেই বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘কোন খেলোয়াড়ের বয়স ৪০ বছর হলেই যে, সে দলে থাকতে পারবে না- এমন কোন নিয়ম হতে পারে না। পারফরমেন্স দিয়ে বিবেচনা করা উচিত। ২৫ বছর বয়সের কোন খেলোয়াড় যদি পারফর্ম করতে না পারে। তারও তো দল থেকে বাদ পড়া উচিত।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

আফিফকে আঘাত করায় আফ্রিদিকে জরিমানা

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

বাংলাদেশিদের হাতে পাকিস্তানি পতাকা, মাশরাফির হৃদয়ে রক্তক্ষরণ

ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি

ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, আইসিসিকে রমিজ রাজার ধন্যবাদ