ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৭ নভেম্বর ২০২১
ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে মেগা নিলামে আগে চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ সুযোগে নিজেদের দলে বিরাট কোহলি-গ্লেন ম্যাক্সওয়েলকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ব্যাঙ্গালুরুর আইপিএলের ১৫তম আসরে তিন ক্রিকেটারকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরা হলেন- বিরাট কোহলি, দেবদূত পাদ্দিকাল এবং গ্লেন ম্যাক্সওয়েল। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাঙ্গালুরুর এক কর্মকর্তা।

চতুর্থ ক্রিকেটার হিসেবে ব্যাঙ্গালুরু দলে থাকবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে যুজবেন্দ্র চাহাল এবং মোহাম্মদ সিরাজ। এ দুইজনের যে কোনো একজন দলে টিকে যেতে পারেন।

সর্বশেষ ১৪তম আসরের আগে ব্যাঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তবুও তাকে ধরে রাখতে চাচ্ছে ব্যাঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট।

২০২২ সালে অনুষ্ঠিতব্য আইপিএলে ৮ দল নয়, ১০ দলের আয়োজন হবে। এর আগে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। যেখানে প্রত্যেক দল মোট চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে। তিন ভারতীয়র পাশাপাশি এক বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে তারা।

আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো নিলামে মোট ৯০ কোটি রুপি খরচ করতে পারবে। এর জন্য ৪০-৪৫ শতাংশ অর্থ খরচ করতে পারবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৫তম আসরেও চেন্নাইয়ে থাকছেন ধোনি

১৫তম আসরেও চেন্নাইয়ে থাকছেন ধোনি

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

আইপিএলের ১৫তম আসর শুরুর তারিখ চূড়ান্ত

আইপিএলে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়ে ঝামেলা

আইপিএলে আহমেদাবাদ ফ্রাঞ্চাইজির মালিকানা নিয়ে ঝামেলা

ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে সঞ্জয় বাঙ্গার

ব্যাঙ্গালুরুর হেড কোচের দায়িত্বে সঞ্জয় বাঙ্গার