করোনার নতুন ভ্যারিয়েন্ট, ডাচদের আফ্রিকা সফর স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৭ নভেম্বর ২০২১
করোনার নতুন ভ্যারিয়েন্ট, ডাচদের আফ্রিকা সফর স্থগিত

আফ্রিকাজুড়ে শনাক্ত হচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। দক্ষিণ আফ্রিকাতেও দ্রুতই ছড়িয়ে পড়েছে এ ভ্যারিয়েন্ট। ফলে সফরের মাঝখানেই দেশে ফিরে এসেছে নেদারল্যান্ডস।

দক্ষিণ আফ্রিকায় ডাচদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। তবে করোনার প্রকোপ বাড়ায় সিরিজ শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাচ্ছে নেদারল্যান্ডস ক্রিকেট দল।

শুক্রবার (২৬ নভেম্বর) স্বাস্থ্যবিধি মেনে মাঠে গড়িয়েছিল প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে ২৮ নভেম্বর এবং ১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সিরিজ শেষ না করেই ফিরছে তারা।

করোনার নতুন এ ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই আফ্রিকা এবং যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। তাই তো সিরিজ শেষ না করেই ফিরছে ডাচরা। সিরিজের বাকি দুই ম্যাচ কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

এদিকে চলতি বছরের ডিসেম্বর ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে কথা রয়েছে। তবে করোনার নতুন এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে সিরিজ নিয়ে তৈরি হতে পারে শঙ্কা। 

এছাড়াও ২০২২ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে। করোনার এ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে দুইটি সিরিজই শঙ্কার মুখে পড়বে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল

ব্যাঙ্গালুরুতেই থাকছেন কোহলি-ম্যাক্সওয়েল

লিটনের ব্যাটিং শৈলীতে মুগ্ধ প্রতিপক্ষ পাকিস্তানও

লিটনের ব্যাটিং শৈলীতে মুগ্ধ প্রতিপক্ষ পাকিস্তানও

ভারতকে গুটিয়ে দিয়ে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

ভারতকে গুটিয়ে দিয়ে ভালোই জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক

টেস্ট ক্রিকেটে লিটনের প্রথম শতক