পাকিস্তান সিরিজে ক্যারিবিয়ানদের তারুণ্য নির্ভর দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১২ এএম, ২৮ নভেম্বর ২০২১
পাকিস্তান সিরিজে ক্যারিবিয়ানদের তারুণ্য নির্ভর দল

তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ দল। এ সিরিজের জন্য তারুণ্য নির্ভর স্কোয়াড ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাস্টিন গ্রিভস, শামার ব্রুকস, গুদাকেশ মোটি এবং ওডেন স্মিথ। এদের মধ্যে স্মিথ এবং মোটি টি-টোয়েন্টি স্কোয়াডেও ডাক পেয়েছেন। ওয়ানডে স্কোয়াডের বাইরে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন অলরাউন্ডার ডমিনিক ড্রেকস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট দলের নেট বোলার হিসেবে ছিলেন ড্রেকস এবং স্মিথ। মূলত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দারুণ পারফর্মেন্সের কারণেই জাতীয় দলে ডাক পেয়েছেন তারা।

চলতি বছরের ১৩ ডিসেম্বর ১ম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর। সফরে বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৪ এবং ১৬ নভেম্বর। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮,২০ এবং ২২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে করাচিতে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (ভাইস ক্যাপ্টেন), ড্যারেন ব্রাভো, শামার ব্রুকস, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুদাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান (ভাইস ক্যাপ্টেন), ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোটি, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার শুভ যাত্রা

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে!

ক্যারিবিয়ান যুব দলের ব্যাটিং গুরু চন্দরপাল

ক্যারিবিয়ান যুব দলের ব্যাটিং গুরু চন্দরপাল

সুপার টুয়েলভে জিতেও প্রাথমিক পর্বে খেলবে শ্রীলঙ্কা-উইন্ডিজ

সুপার টুয়েলভে জিতেও প্রাথমিক পর্বে খেলবে শ্রীলঙ্কা-উইন্ডিজ