তাইজুলের জোড়া আঘাত, স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ এএম, ২৯ নভেম্বর ২০২১
তাইজুলের জোড়া আঘাত, স্বস্তিতে বাংলাদেশ

তৃতীয় দিনের প্রথম সেশনেই তাইজুলের জোড়া আঘাতে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর আভাস দিয়েছে। প্রথম সেশনে আরও দুই উইকেট নিয়েছিল বাংলাদেশ। ২০৩ রানে ৪ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই টানা দুই উইকেট শিকার করে আবারও ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক এবং আবিদ আলির সাবধানী শুরুতে উইকেট হারায়নি পাকিস্তান। দিন শেষে স্কোর বোর্ডে যুক্ত করে বিনা উইকেটে ১৪৫ রান।

তবে তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তান শিবিরে অস্বস্তির তৈরি করেন তাইজুল এবং মেহেদি হাসান মিরাজ। প্রথম সেশনে চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান তারা দুইজন।

দ্বিতীয় সেশনের শুরুতে তাইজুল-মিরাজের সাথে যোগ দেন পেসার এবাদত হোসেন। দারুণ বোলিংয়ে মোহাম্মদ রিজওয়ানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। 

এরপরে পাকিস্তানের সেঞ্চুরিয়ান আবিদ আলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার তাইজুল ইসলাম। ১৩৩ রান করে সাজ ঘরে ফেরেন তিনি।

এরপর হাসান আলিকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান তাইজুল। এ নিয়ে ক্যারিয়ারে ৯ম বারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তাইজুল ইসলাম।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তান স্বস্তিতে থাকলেও, তৃতীয় দিনের শুরু থেকে বাংলাদেশের বোলারদের সামনে অস্বস্তিতে পড়েছে পাকিস্তান। এখন দেখার অপেক্ষা কোথায় গিয়ে থামে পাকিস্তানের প্রথম ইনিংস।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান করেছে পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :