আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ক্লুজনার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২১ পিএম, ৩০ নভেম্বর ২০২১
আফগানিস্তানের দায়িত্ব ছাড়ছেন ক্লুজনার

আফগানিস্তানের সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকান কোচ ল্যান্স ক্লুজনার। চলতি বছরের শেষ দিনে তার সাথে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চুক্তির মেয়াদ শেষ হবে।

সোমবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে চুক্তি নবায়ন না করার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ল্যান্স ক্লুজনার। বিবৃতিতে তিনি জানিয়ছেন, নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন তিনি।

ক্লুজনার বলেন, ‘দলের (আফগানিস্তান) সঙ্গে দুই বছর কাটানোর পর আমি কিছু স্মরণীয় মুহূর্ত সঙ্গী করে ফিরব। আফগানিস্তান ক্রিকেট দল ও এর ক্রিকেট কাঠামো থেকে সরে যাওয়ার পর আমি কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরুর চেষ্টা করব।’

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর আফগানিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। এরপরেই আফগানদের হেড কোচের দায়িত্ব পান ক্লুজনার।

দায়িত্ব নিয়েই দলকে সাফল্য এনে দিয়েছিলেন ক্লুজনার। ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে সিরিজ হারায় আফগানিস্তান।

করোনকালীন দলের সাথে না থাকলেও  শিষ্যদের সবসময় অনুপ্রেরণা দিয়েছেন তিনি। তার অধীনেই প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় আফগানিস্তান।

আফগানিস্তান ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজির সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

তার অধীনে ছয় ওয়ানডের মধ্যে তিনটি এবং ১৪ টি-টোয়েন্টিতে ৯ টি জয় পেয়েছে আফগানিস্তান। এছাড়াও তিন টেস্টের মধ্যে একটি জিতেছে আফগানরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইকেট ফ্ল্যাট ছিল, দায়িত্বহীন ব্যাটিংয়ে হার : মমিনুল

উইকেট ফ্ল্যাট ছিল, দায়িত্বহীন ব্যাটিংয়ে হার : মমিনুল

বুধবার ফিরছেন টাইগ্রেসরা, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

বুধবার ফিরছেন টাইগ্রেসরা, কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

‘প্রতারক, প্রতারকই থাকে’ স্মিথকে নিয়ে চ্যাপেল

‘প্রতারক, প্রতারকই থাকে’ স্মিথকে নিয়ে চ্যাপেল

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক