ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ০২ ডিসেম্বর ২০২১
ঢাকায় পতাকা না উড়িয়ে অনুশীলন সারলো পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজের আগে মাঠে জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করেছিল সফররত পাকিস্তান ক্রিকেট দল। বিষয়টি নিয়ে নানা সমালোচনা হওয়ায় চট্টগ্রাম টেস্টে পতাকা না উড়িয়ে অনুশীলন করেছে তারা। তারই ধারাবাহিকতায় এবার ঢাকা টেস্টের অনুশীলনেও পতাকা উড়ায়নি পাকিস্তান ক্রিকেট দল।

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে শনিবার (৪ ডিসেম্বর) থেকে। তার আগে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল দুই দিনের অনুশীলন করার সুযোগ পাচ্ছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ছিল অনুশীলনের প্রথম দিন।

সিডিউল অনুযায়ী বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর একাডেমিতে অনুশীলন করেছেন বাবর আজমরা।

টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলনে জাতীয় পতাকা উড়িয়ে অনুশীলন করলেও দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ঢাকার অনুশীলনে পতাকা দেখা যায়নি। সকাল ১০টা থেকে মিরপুর একাডেমি মাঠে ব্যাটিং-বোলিং অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল।

সকাল ১০টা থেকে বিরতি দিয়ে দুপুর ১টার পর্যন্ত অনুশীলন করে সফররত পাকিস্তান ক্রিকেট দল। এরপর টিম বাসে করে শের-ই-বাংলা থেকে হোটেলে ফিরেন তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে শুরু হওয়া দ্বিপাক্ষিক ক্রিকেট টুর্নামেন্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজের চট্টগ্রামে প্রথম টেস্টেও পাকিস্তানের বিপক্ষে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পতাকা উড়িয়ে অনুশীলন : পাকিস্তানের ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

পতাকা উড়িয়ে অনুশীলন : পাকিস্তানের ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ মুশতাক

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও পাকিস্তানের কোচ মুশতাক

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

‘টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ঢাকা টেস্টের দলে নাঈম’

উইকেট ফ্ল্যাট ছিল, দায়িত্বহীন ব্যাটিংয়ে হার : মমিনুল

উইকেট ফ্ল্যাট ছিল, দায়িত্বহীন ব্যাটিংয়ে হার : মমিনুল