দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১
দল ঘোষণার পর নিউজিল্যান্ড না যেতে চেয়ে সাকিবের চিঠি

সাকিব আল হাসানকে রেখেই নিউজিল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দল ঘোষণার এক ঘণ্টা পরেই বিসিবিকে দেওয়া এক চিঠিতে সাকিব নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন।

পাকিস্তান সিরিজ শেষ করে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নিউজিল্যান্ডের উদ্দেশে রওয়ানা দিবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে ছিলেন সাকিব আল হাসান। তবে জরুরি পারিবারিক কাজ থাকায় নিউজিল্যান্ড যেতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

এর আগে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট মহলে গুঞ্জন ছিল, সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। তবে শনিবার (৪ ডিসেম্বর) ঘোষিত নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে সাকিব আল হাসানের নাম দেখে ভাবা হয়েছিল, হয়তো তিনি নিউজিল্যান্ড সফরে যাবেন। তবে দল ঘোষণার ঘণ্টাখানিক পরেই বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গিয়েছে, আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন না করায় সাকিবকে স্কোয়াডে রাখা হয়েছিল। ছুটির কারণ হিসেবে জরুরি পারিবারিক ইস্যু দেখিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলকে ৭ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। এছাড়াও সফর শুরুর বেশ আগে নিউজিল্যান্ডে যাওয়ায় সেখানে ৪০ দিন অবস্থান করবে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুই এবং দ্বিতীয়টির ভেন্যু ক্রাইস্টচার্চ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা

সুবিধা নিতে পারেননি পেসাররা : মিরাজ

সুবিধা নিতে পারেননি পেসাররা : মিরাজ

বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার জয়

বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার জয়

ডোমিঙ্গো ইস্যুতে জানুয়ারিতে সিদ্ধান্ত : নাজমুল হাসান

ডোমিঙ্গো ইস্যুতে জানুয়ারিতে সিদ্ধান্ত : নাজমুল হাসান