ক্রিকেটারদের ভ্যাকসিন বাধ্যতামূলক করলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১
ক্রিকেটারদের ভ্যাকসিন বাধ্যতামূলক করলো দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। এ কারণে টুর্নামেন্ট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে অনেক তরুণ ক্রিকেটার। সিএসএ এক বিবৃতিতে জানিয়ছেন, ভ্যাকসিন ছাড়া কোনো ক্রিকেটার এ টুর্নামেন্টে অংশ নিতে পারবে না।

 চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ খায়া মাজোলা উইক। এ টুর্নামেন্টের জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা জুড়ে এ সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে কঠোর সমালোচনা। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সিএসএ জানিয়েছে, ‘ঠিকভাবে খেলোয়াড়দের ভ্যাকসিন নিতে হবে এবং এ ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন করা হবে না।’

করোনাভাইরাস মহামারির কারণে ২০২০ সালে এ আসর আয়োজন করতে পারেনি সিএসএ। তাই তো এ টুর্নামেন্ট আয়োজন করতে আটঘাট বেধেই নেমেছে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ইয়ুথ ক্রিকেট ম্যানেজার নেইলস মম্বার্গ জানিয়েছেন, এই টুর্নামেন্টে খেলা সব খেলোয়াড় বায়ো-বাবলে থাকবেন এবং টুর্নামেন্টের আগে দুইবার করে করোনা পরীক্ষা হতে হবে।

আরও জানানো হয়েছ, প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে বাবা-মা থাকতে পারবেন। এদের প্রত্যেককেই করোনার ভ্যাকসিনেটেড হতে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিজেদের সাথে পাকিস্তানি পেসারদের তুলনা নয় : ফিল্ডিং কোচ 

নিজেদের সাথে পাকিস্তানি পেসারদের তুলনা নয় : ফিল্ডিং কোচ 

বিধ্বংসী রাসেলে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স

বিধ্বংসী রাসেলে টি-টেন চ্যাম্পিয়ন ডেকান গ্লাডিয়েটর্স

সুবিধা পেয়েও কাজে লাগাতে পারলেন না পেসাররা

সুবিধা পেয়েও কাজে লাগাতে পারলেন না পেসাররা

পাকিস্তান সফরের আগে ইনজুরিতে পোলার্ড

পাকিস্তান সফরের আগে ইনজুরিতে পোলার্ড