মিরাজও বললেন কঠিন কোয়ারেন্টাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১১ ডিসেম্বর ২০২১
মিরাজও বললেন কঠিন কোয়ারেন্টাইন

বিশ্বকাপ এবং পাকিস্তান সিরিজের ব্যর্থতাকে সঙ্গী করে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছে বাংলাদেশ দল। সেখানে মানতে হচ্ছে কঠোর কোয়ারেন্টাইন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের পর এবার এ কথা জানালেন ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ।

পাকিস্তান সিরিজে শেষ করেই নিউজিল্যান্ডের উদ্দেশে বিমান ধরেছিল বাংলাদেশ। দুবাই হয়ে দীর্ঘ বিমান যাত্রার পর নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। এরপর সেখানে হয়েছেন রুম বন্দি। কোয়ারেন্টাইনে প্রত্যেকের জন্য আলাদা রুম বরাদ্দ করা হয়েছে।

কোয়ারেন্টাইনে ক্রিকেটাররা কঠিন সময় পার করছেন বলে জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘আজকে (শনিবার) আমাদের কোয়ারেন্টাইনের প্রথম দিন। সকালে ঘুম থেকে ওঠে নাস্তা করার পর দু’জন নার্স এসেছিলেন, আমাদের জ্বর মাপার জন্য। বাকি সব খোঁজ-খবর নেওয়ার জন্য। এখানে (নিউজিল্যান্ড) পৌঁছানোর পর সবাই যার যার রুমে যাই। এখনো কারো সাথে কারো দেখা হয়নি। শুধুমাত্র ভিডিও কল ছাড়া।’

কঠোর কোয়ারেন্টাইনের কথা স্বীকার করে নিয়েছেন মিরাজও। তিনি বলেন, ‘আমরা কঠোর কোয়ারেন্টাইন পালন করছি। এখানে আমাদেরকে বাইরে থেকে খাবার দিয়ে যাওয়া হয়।’ 

কোয়ারেন্টাইনে থাকলেও দ্রুতই ফিটনেস অনুশীলন শুরু করবেন বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘হয়তো কালকে থেকে আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো। আমাদেরকে সরঞ্জাম দিয়ে দেওয়া হয়েছে।’

তিন দিনের কোয়ারেন্টাইন শেষ হলে স্বল্প সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ মিলবে বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘তিনদিন পর থেকে হয়তো আমাদেরকে বাইরে কিছু সময়ে জন্য চলাফেরা করতে পারবো। এরপর আমাদের অনুশীলনের যে সুবিধা আছে, তা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :