নেপাল ক্রিকেটের নতুন অধিনায়ক লামিচানে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ এএম, ১৬ ডিসেম্বর ২০২১
নেপাল ক্রিকেটের নতুন অধিনায়ক লামিচানে

নেপাল ক্রিকেটের পোস্টার বয় সন্দ্বীপ লামিচানে। এবার এ লেগ স্পিনারের বড় দায়িত্ব অর্পণ করেছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। মাত্র ২১ বছর বয়সেই নেপাল জাতীয় দলকে নেতৃত্ব দিবেন সন্দ্বীপ লামিচানে।

নেপাল জাতীয় দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন যথাক্রমে জ্ঞানেন্দ্র মাল্লা এবং দীপেন্দ্র সিং। নেপালের সর্বশেষ দুই ওয়ানডেতে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন মাল্লা। অপরদিকে টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে ছিলেন দীপেন্দ্র সিং। এরপরেও তাদেরকে দায়িত্ব থেকে সরিয়েছে নেপাল ক্রিকেট।

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে বেশ কিছু দিন ধরেই চুক্তি নিয়ে ঝামেলা করছে ক্রিকেটাররা। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন জ্ঞানেন্দ্র মাল্লা এবং দীপেন্দ্র সিং। মূলত এ কারণেই তাদেরকে দায়িত্ব থেকে সরিয়েছে নেপাল ক্রিকেট।

অধিনায়ক হিসেবে লামিচানের দায়িত্ব পালনের অভিজ্ঞতা নতুন নয়। ২০১৬ সালে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে নেপালের অধিনায়ক ছিলেন লামিচানে। পরের বছর বিশ্বকাপ বাছাই পর্বেও দলকে অধিনায়কত্ব করেছিলেন তিনি।

এছাড়াও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। এভারেস্ট প্রিমিয়ার লিগে কাঠমান্ডু কিংসকে নেতৃত্ব দিয়েছিলেন সন্দ্বীপ লামিচানে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নেপাল ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন হোয়াটমোর

নেপাল ক্রিকেটের দায়িত্ব ছাড়লেন হোয়াটমোর

নেপালে হোয়াটমোরের স্থলাভিষিক্ত হলেন পাবুদু দাসানায়েক

নেপালে হোয়াটমোরের স্থলাভিষিক্ত হলেন পাবুদু দাসানায়েক

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

খেলতে না পারায় ইসিবির কাছে জবাব চান লামিচানে

নেপালের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্যাপক আয়োজন

নেপালের ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্যাপক আয়োজন