ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্তে বিরক্ত জাভেদ মিয়াঁদাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
ড্রপ-ইন পিচ বসানোর সিদ্ধান্তে বিরক্ত জাভেদ মিয়াঁদাদ

পাকিস্তানে বসছে ড্রপ-ইন পিচ। এমনটাই জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (সভাপতি) রমিজ রাজা। পাকিস্তানের মাটিতে ড্রপ-ইন পিচের কোনো প্রয়োজনীয়তাই দেখছেন না পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। বরং পিসিবির এ কাজে বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফট অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানান করাচি এবং লাহোরে ড্রপ-ইন পিচ বসানো হবে। তার মতে ক্রিকেটের উন্নতির জন্য এ সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

ড্রপ-ইন বসানোর জন্য ইতিমধ্যেই আরিফ হাবিব গ্রুপের সাথে ৩৭ কোটি রুপির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পিসিবি। পিচের পিছনে এত অর্থ খরচ না করার যুক্তি দেখিয়েছেন জাভেদ মিয়াঁদাদ।

এক সাংবাদিক সম্মেলনে জাভেদ মিয়াঁদাদ জানিয়েছেন, এখনকার এই সব উইকেটে খেলেই পাকিস্তানে বিশ্বমানের ক্রিকেটার ক্রিকেটার উঠে এসেছে।

তিনি বলেন, ‘পাকিস্তানে কোনো ড্রপ-ইন পিচের দরকার নেই। সব ধরনের পিচই পাকিস্তানে তৈরি হয়। আমরাও এ পিচে খেলেই বিশ্বমানের খেলোয়াড় হয়েছি।’

এ পিচের সমালোচনা করে জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘খুব কমই লোকে জানে, ড্রপ-ইন পিচের ধারণাটা ক্যারি প্যাকার প্রবর্তন করেছিলেন। কারণ তার কাছে বিশ্ব ক্রিকেট সিরিজ আয়োজনে কোনো মাঠ ছিল না।’

শুধু পিসিবি নয়, পাকিস্তান সরকারেরও সমালোচনা করেছেন মিয়াঁদাদ। তিনি বলেন, ‘সরকারে যারাই আসে, বড় বড় কাজ করার কথা বলে, কিন্তু কিছুই হচ্ছে না। সরকারের উচিত খেলাধুলায় বিনিয়োগ করা। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা খুবই জরুরি।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

পিএসএলে নিয়ম পরিবর্তনে খেলোয়াড় সঙ্কটে পড়তে পারে বিপিএল

স্থগিত উইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

স্থগিত উইন্ডিজ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

অভিমান ভেঙেছেন আকমল, খেলবেন পিএসএলে

অভিমান ভেঙেছেন আকমল, খেলবেন পিএসএলে

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা

বাজে উইকেট বানিয়ে বড় দলকে হারায় বাংলাদেশ : রমিজ রাজা