অনুশীলনে ফিরে ফুরফুরে মেজাজে বাংলাদেশ : ডোমিঙ্গো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২১ ডিসেম্বর ২০২১
অনুশীলনে ফিরে ফুরফুরে মেজাজে বাংলাদেশ : ডোমিঙ্গো

করোনা নেগেটিভ হয়ে নিজেদের কোয়ারেন্টাইন শেষ করেছে বাংলাদেশ। দীর্ঘ ১১দিনের রুম কোয়ারেন্টাইন শেষে বাইরে বের হওয়ার অনুভূতি অসধারাণ বলে জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। অনুশীলনে ফিরে ক্রিকেটাররা নিজেদের ছন্দ খুঁজে পাবে বলে জানিয়েছেন তিনি।

নিউজিল্যান্ড সফরের আগে জানানো হয়েছিল তিন দিনের কোয়ারেন্টাইন করেই অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। তবে বিমানে একজন করোনা রোগীর সংস্পর্শে আসায় ৯ জনকে ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠায় নিউজিল্যান্ডেরে স্বাস্থ্য বিভাগ। বাকিরা তিন দিনের কোয়ারেন্টাইন শেষে জিম শুরু করার সুযোগ পান।

জিম সেশনের পরের দিন বাংলাদেশ দলের মাঠের অনুশীলনে ফেরার কথা ছিল। তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তখনই জানানো হয় বাংলাদেশকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) পর্যন্ত কোয়ারেন্টাইন করতে হবে।

মূলত বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা আক্রান্ত হওয়ায় বাকি সদস্যদের কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়িয়েছে নিউজিল্যান্ড সরকারের স্বাস্থ্য বিভাগ।

দীর্ঘ ১১ দিন পর মাঠের অনুশীলনে ফিরে বেশ খুশি বাংলাদেশ দল, এমনটাই জানিয়েছেন কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি বলেন, ‘বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেল বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ছেলেরা রৌদ্রজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।’

প্রথম দিন হালকা অনুশীলন করলেও বুধবার (২২ ডিসেম্বর) থেকে পুরোদমে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। এ বিষয়ে কোচ ডোমিঙ্গো বলেন, ‘আগামী দুই-তিন দিন হাই ইনটেনসিটি অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের।’

ম্যাচের আগে তাওরাঙ্গাতে কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে। সেখানেই পুরো দল নিজেদের চাঙ্গা করে নিতে পারবে বলে মনে করেন কোচ ডোমিঙ্গো। এ বিষয়ে তিনি বলেন, ‘তাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে ৬ দিন অনুশীলনের সুযোগ পাব আমরা। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে টেস্টে নামার আগে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফেরার প্রস্তুতিতে ব্যাট হাতে মাঠে তামিম ইকবাল

ফেরার প্রস্তুতিতে ব্যাট হাতে মাঠে তামিম ইকবাল

বিসিবি ছাড়ছেন আকরাম খান

বিসিবি ছাড়ছেন আকরাম খান

ইনজুরি কাটিয়ে পুনর্বাসন শুরু করেছেন মোস্তাফিজ

ইনজুরি কাটিয়ে পুনর্বাসন শুরু করেছেন মোস্তাফিজ

‘ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত’

‘ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত’