রিদমে ফেরার ভালো সুযোগ দেখছেন লিটন দাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২১
রিদমে ফেরার ভালো সুযোগ দেখছেন লিটন দাস

নিউজিল্যান্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সেরেছে সফররত বাংলাদেশ ক্রিকেট দল। দলের ক্রিকেটার ও সহযোগী স্টাফের করোনা ইস্যু পেরিয়ে নিজেদের ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন মুশফিক-মমিনুল হকরা। দলের উইকেটরক্ষক ও ব্যাটার লিটন দাস মনে করছেন, এভাবে আরও ৭/৮ দিন অনুশীলন করতে পারলে দল পুরো রিদমে ফিরবে। এমনকি মাঠেও নিজেদের ভালো অপরচুনিটি থাকবে।

প্রাণঘাতি করোনাভাইরাস ইস্যুতে নিউজিল্যান্ডে দীর্ঘ কোয়ারেন্টাইন পালন করতে হয়েছে সফররত বাংলাদেশ ক্রিকেট দলকে। কোয়ারেন্টাইন পালন শেষে সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষা দিয়ে নেগেটিভ হয়ে মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে মাঠের অনুশীলনে ফিরেছেন তারা। বুধবার (২২ ডিসেম্বর) ছিল টাইগারদের দ্বিতীয় দিনের অনুশীলন।

বুধবার অনুশীলন শেষে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় লিটন দাস বলেন, ‌‘অনেকদিন পর আমরা রুম থেকে বের হতে পেরেছি। এটা একটা পজিটিভ সাইট আমাদের জন্য। সর্বশেষ দুইদিন ধরে আমরা এখানে প্র্যাকটিস করছি। এখানকার ফেসিলিটিস খুব ভালো। আরও এক বা দুই দিন এখানে আমরা প্র্যাকটিস করবো।’

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওদের মাটিতে বাংলাদেশের জয়ের রেকর্ড নেই। তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ৩২টি ম্যাচ খেললেও কোন জয় পায়নি বাংলাদেশ।

লিটন দাস বলেন, ‌‘আস্তে আস্তে আমরা সবাই শুরু করছি (অনুশীলন)। এখন আমার কাছে মনে হচ্ছে যে, না এভাবে কন্টিনিউ যদি সাত-আট দিন প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের ভালো একটা অপরচুনিটি থাকবে, রিদমে ফিরে আসার।’

নতুন বছরের প্রথম দিন থেকে মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৯ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

আকরামের দায়িত্ব ছাড়ার প্রশ্নই আসে না : পাপন

আকরামের দায়িত্ব ছাড়ার প্রশ্নই আসে না : পাপন

অনুশীলনে ফিরে ফুরফুরে মেজাজে বাংলাদেশ : ডোমিঙ্গো

অনুশীলনে ফিরে ফুরফুরে মেজাজে বাংলাদেশ : ডোমিঙ্গো

ফেরার প্রস্তুতিতে ব্যাট হাতে মাঠে তামিম ইকবাল

ফেরার প্রস্তুতিতে ব্যাট হাতে মাঠে তামিম ইকবাল