চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বেনি হাওয়েল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৪ ডিসেম্বর ২০২১
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বেনি হাওয়েল

যতই সময় ঘনিয়ে আসছে ততই এগিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। ২০২২ সালের ২১ জানুয়ারি পর্দা উঠবে ফ্রাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের। সময় খুব একটা হাতে নেই। তাই নিজেদের গুছিয়ে নিতে দলগুলো নেমে পড়েছে মাঠে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল।

বিদেশী অনেক খেলোয়াড়ই খেলবে এবারের আসরে। ইতিমধ্যেই অনেকের নাম জানা গেছে। এবার জানা গেল, এই আসরকে সামনে রেখে ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে দলে টেনেছে চট্টগ্রামে চ্যালেঞ্জার্স। এর আগে ক্যারিবিয়ান টপ অর্ডার ব্যাটার কেনার লুইসকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম।

অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও দুইবার বাংলাদেশের এসে মাঠ মাতিয়ে গেছেন হাওয়েল। প্রথমবার খুলনা টাইটান্স ও পরেরবার রংপুর রাইডার্সের হয়ে এই টি-টোয়েন্টি লিগে খেলেছেন ইংলিশ ক্রিকেটার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪৪ ম্যাচ খেলে ১২৭.১৯ স্ট্রাইক রেটে করেছেন ১৯১৩ রান। এছাড়াও বল হাতে ১৯.৮৫ গড়ে ১৫৮ উইকেট শিকার করেছেন তিনি।

এবারের আসরে প্রতিটি দল প্লেয়ার ড্রাফটের বাইরে তিন বিদেশি এবং এক বাংলাদেশিসহ মোট চারজন খেলোয়াড় নেয়ার সুযোগ পাচ্ছে। ২১ জানুয়ারি পর্দা উঠে প্রায় ১ মাস চলার পর ১৮ ফেব্রুয়ারি শেষ হবে এই মহাযজ্ঞ। এবারের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছয়টি।

দেশের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট ম্যাচ হবে ৩৪টি। স্টেডিয়ামগুলো হলো মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রবিন লিগ রাউন্ড পদ্ধতিতে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফরচুন বরিশালে সাকিব, হেড কোচ সুজন

ফরচুন বরিশালে সাকিব, হেড কোচ সুজন

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন মোস্তাফিজ

কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলবেন মোস্তাফিজ

ডিরেক্ট সাইনিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাসুম আহমেদ

ডিরেক্ট সাইনিংয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে নাসুম আহমেদ

বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন

বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন