মাঠে করোনা পজিটিভের খবর, বাতিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১
মাঠে করোনা পজিটিভের খবর, বাতিল বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচটি ঠিকভাবেই চলছিল। তবে মাঝপথেই ম্যাচটি বাতিল করতে হয়েছে।একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করেছেন আয়োজকরা।

এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও এমিরাটস ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শুরু হওয়া ম্যাচটিতে ৩২ দশমিক ৪ ওভার ব্যাট করে বাংলাদেশ। সে সময় ৪ উইকেট হারিয়ে টাইগার যুবাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৯ রান।  

মাঠে গড়ানো ম্যাচটি বাতিল হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা সমান দুই করে পেয়ে গ্রুপ পর্বে দুই দলই ৪ পয়েন্ট করে অর্জন করেছে। তবে নেট রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমি-ফাইনালে পা রাখলো বাংলাদেশের যুবারা।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল বিবৃতি বলে, এশিয়া কাপ সংশ্লিষ্ট দু’জন কর্মকর্তা কোভিড-১৯ ইতিবাচক হয়েছেন। ফলে দিনের (২৮ ডিসেম্বর) নির্ধারিত এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি (বাংলাদেশ-শ্রীলঙ্কা) বাতিল করা হয়েছে।

আরও বলা হয়, পজিটিভ হওয়া কর্মকর্তারা নিরাপদ রয়েছে এবং টুর্নামেন্ট প্রোটোকল অনুযায়ী তাদের চিকিৎসা করা হচ্ছে। এছাড়া ম্যাচের সাথে যুক্ত সমস্ত কর্মীরা কোভিড-১৯ পরীক্ষার প্রোটোকলের মধ্য দিয়ে যাচ্ছে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত তারা বিচ্ছিন্ন থাকবেন।

এদিকে, ম্যাচটি বাতিল হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনাল খেলবে বাংলাদেশ। ৩০ ডিসেম্বর (বৃহস্পতিবার) ভারতের বিপক্ষে ফাইনালে যেতে সেমি-ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগার যুবাদের ২২২ রানের জয়

টাইগার যুবাদের ২২২ রানের জয়

সেঞ্চুরি হাঁকালেন প্রান্তিক নওরোজ নাবিল

সেঞ্চুরি হাঁকালেন প্রান্তিক নওরোজ নাবিল

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

পাকিস্তানে বসছে ২০২৩ এশিয়া কাপের আসর

এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে মাহফিজুলের শতক

এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে মাহফিজুলের শতক