বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২১
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উদয় হাকিম, ফিরোজ আলম এবং ওমর হক (বাঁ থেকে)

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লি. এবং আইটিডব্লিউ বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। মিরপুরে ওয়ালটন কমপ্লেক্সে (মিডিয়া অফিস) উভয় পক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তির ফলে দুই টেস্টের বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট সিরিজ’। টাইটেল স্পন্সর হিসেবে গ্রাউন্ড এবং মিডিয়া কভারেজে বাড়তি সুবিধা পাবে ওয়ালটন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম এবং আইটিডব্লিউ বাংলাদেশের প্রতিনিধি ওমর হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উদয় হাকিম বলেন, বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় যে, বিদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে স্পন্সর হচ্ছে একটি বাংলাদেশি কোম্পানি। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো এখন আন্তর্জাতিক অঙ্গনে দাপটের সঙ্গে প্রাধান্য বিস্তার করছে -এটি তারই প্রমাণ।

তিনি আরও বলেন, যেখানেই বাংলাদেশ দল ক্রিকেট খেলছে সেখানেই ওয়ালটন আছে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে ওয়ালটন সব সময় বন্ধুর মতো পাশে থাকার চেষ্টা করবে। যেখানেই ক্রিকেট, সেখানেই ওয়ালটন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘরোয়া প্রায় সব বড় ক্রিকেট ইভেন্টগুলোতে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ওয়ালটন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টগুলোতেও নিয়মিত টাইটেল স্পন্সর হচ্ছে তারা। বর্তমানে ক্রিকেট বিশ্বে ওয়ালটন একটি পরিচিত নাম, ক্রিকেট ফ্রেন্ডলি নেইম।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ১ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথম টেস্ট শেষ হওয়ার পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চের হেগলে ওভালে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ

বৃষ্টির দিনে তাসকিন-জায়েদের দুর্দান্ত বোলিং

বৃষ্টির দিনে তাসকিন-জায়েদের দুর্দান্ত বোলিং

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

বিসিবিতেই থাকছেন আকরাম, পেলেন নতুন দায়িত্ব

বিসিবিতেই থাকছেন আকরাম, পেলেন নতুন দায়িত্ব