অ্যাশেজের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি ডেভিড বুন করোনা পজিটিভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০২ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
অ্যাশেজের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি ডেভিড বুন করোনা পজিটিভ

চারদিকে আবারও বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে করোনার ভয়াল থাবা। তাতে রক্ষা পাচ্ছেন না কেউ। ক্রিকেট মাঠেও লেগেছে করোনার বিষাক্ত ছোঁয়া। একের পর এক করোনা আক্রান্তের খবরে ছেঁয়ে গেছে অ্যাশেজের চলতি আসর।

তারই ধারাবাহিকতায় এবার আক্রান্ত হলেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন। যে কারণে অ্যাশেজের চতুর্থ টেস্ট পরিচালনা থেকে অব্যাহতি দেয়া দেয়া হয়েছে তাকে। ফিরবেন ১৪ জানুয়ারি থেকে হোবার্টে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম টেস্টে।

অ্যাশেজ শুরুর আগেই করোনার বাধ্যতামূলক দুই ডোজ সহ বুস্টার মিলিয়ে সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন বুন। তবুও শেষ রক্ষা হলো না অজি গ্রেটের। ধরা পড়লেন পিসিআর টেস্টে।

চলতি অ্যাশেজের স্বাগতিক অস্ট্রেলিয়া করোনার ব্যাপারে বেশ কড়াকড়ি আরোপ করেছে সবক্ষেত্রেই। এরপরও অ্যাশেজে করোনা ছড়ানোর খবর পেয়ে বাড়তি সর্তকতা অবলম্বন করেছে তারা।

প্রতিটি খেলোয়াড় ও তাদের সঙ্গে থাকা পরিবার এবং ম্যাচ সংশ্লিষ্ট সবাইকে ২৭ ডিসেম্বর থেকে নিয়মিত করা হচ্ছে পিসিআর টেস্ট।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বুনের করোনা পজিটিভের ব্যাপারে এক বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা জানিয়েছে, ‘বুন মেলবোর্নেই থাকবেন। ভিক্টোরিয়ান রাজ্য সরকারের অধীনে তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সরকারের স্বাস্থ্য বিভাগ তার দেখভাল করবে।

বুনের অনুপস্থিতিতে ৫ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে দায়িত্বে পালন করবেন আইসিসির প্যানেলভুক্ত ম্যাচ রেফারি স্টিভ বার্নাড।

বুন ছাড়াই একই দিনে করোনা আক্রান্ত হয়েছেন ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড। তিনিও মিস করতে যাচ্ছেন সিডনি টেস্ট। তার জায়গায় দলকে গাইড করবেন ব্যাটিং কোচ গ্রাহাম থ্রোপ।

পরিবারসহ দশদিনের আইসোলেশনেন থাকতে হচ্ছে সিলভারউডকে। তার সাথে থাকার ফলে একই নিয়মের গ্যাঁড়াকলে পড়েছেন বোলিং কোচ জন লুইস, স্পিন কোচ জিথান প্যাটেল এবং কন্ডিশনিং কোচ ড্যারেন ভেনেস। তারা সবাই ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাক ও শ্রবণশক্তিহীন ক্রিকেটারের দায়িত্ব নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

বাক ও শ্রবণশক্তিহীন ক্রিকেটারের দায়িত্ব নিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ

কাবাডির মাধ্যমে আমরা ক্রীড়া ক্ষেত্রে মাসল দেখাতে চাই : বেনজীর আহমেদ