আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ এএম, ৩০ ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রস টেইলর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যনাডের তারকা খেলোয়াড় রস টেইলর। এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে অবসান ঘটলো ১৭ বছরের দীর্ঘ এক ক্রিকেট ক্যারিয়ারের। চলতি গ্রীষ্ম মৌসুম শেষে আন্তর্জাতিক মঞ্চে নিউজিল্যান্ডের হয়ে আর প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

বিদায়ের ঘোষণা দিয়ে রাখলেও এখনই মাঠ থেকে বিদায় নিচ্ছেন না টেইলর। বিদায়ের শুরুটা করবেন ২০২২ সালের ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। এরপর অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে রঙ্গিন পোশাকের খেলে মাঠ থেকে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক টুইটার বার্তায় নিজের বিদায়ের ঘোষনায় টেইলর বলেন, ‘এই গ্রীষ্ম শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে আকুন্ঠ সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা গৌরবের ছিল।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন টেইলর। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দুটি ম্যাচ খেললেই ড্যানিয়েল্ ভেট্টোরির সাথে যৌথভাবে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার হবেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে টেইলরের অভিষেক হয় ওয়ানডে দিয়ে ২০০৬ সালের মার্চে। পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাক গায়ে জড়ান তিনি।

অভিষেকের পর থেকে সাদা পোশাকে ১০০টি ম্যাচ খেলে টেইলর রান করেছেন ৭৫৮৪। শতক আছে ১৯টি। সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে করা ২৯০। ওয়ানডেতে ম্যাচ খেলেছেন ২৩৩টি। তাতে রান করেছেন ৮৫৮১। শতক আছে ২১টি। সর্বোচ্চ অপরাজিত ১৮১। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে পুরো এক মৌসুম খেলবেন টেইলর। এরপর খেলা চালিয়ে নেবেন কি না সে বিষয়ে পরে জানাবেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সেই ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ

সেই ভারতকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

বিসিবির নিজস্ব দল ছাড়া লেগ স্পিনার আসবে না : তুষার ইমরান

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

ড্রেসিংরুমে স্বাস্থ্যকর পরিবেশ দেখতে চাই : জালাল ইউনুস

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ

ব্যাটে-বলে দুই দিনের প্রস্তুতি সাড়লো বাংলাদেশ