দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া টেস্টে ভারতকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৬ পিএম, ০১ জানুয়ারি ২০২২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পাওয়া টেস্টে ভারতকে জরিমানা

সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েও স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হলো বিরাট কোহলিদের। শাস্তি অংশ হিসেবে দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অর্জিত ভারতের মোট পয়েন্ট থেকে ১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) আইসিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ নং ধারা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে দলের সবাইকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।

এছাড়া আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১ ধারায় বলা আছে, প্রতি ওভার সময় বেশি নেওয়ায় বোলিং দলকে এক পয়েন্ট জরিমানা করা হবে। সেঞ্চুরিয়ান টেস্টে সেই কাজটি করেছে ভারত। নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে পারেনি তারা।

বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানানো হয়। আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট এ জরিমানার রায় দেন। বিষয়টি ভারতের অধিনায়ক বিরাট কোহলি মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন পড়েনি।

ভারতের এ অপরাধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে অর্জিত মোট পয়েন্ট থেকে এক পয়েন্ট হারাতে হয়েছে। এবার নিয়ে ভারতের ঝুলি থেকে মোট তিন পয়েন্ট বের হয়ে গেল। পয়েন্টের হিসাব এখন ৫৬ থেকে ৫৩ তে এসে দাঁড়িয়েছে! যেখানে পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্থানের পরে চারে নম্বরে তাদের অবস্থান।

সেঞ্চুরিয়ান টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে দিয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। ওই ম্যাচ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পূর্ণ পয়েন্ট অর্জন করলেও জরিমানা দিতে হলো।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড

পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরলেন কাইরন পোলার্ড

শেষ সেশনের তিন উইকেটে প্রথম দিন বাংলাদেশের

শেষ সেশনের তিন উইকেটে প্রথম দিন বাংলাদেশের

টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

জয় বাংলাদেশের সুপারস্টার হবে: আশা মমিনুলের

জয় বাংলাদেশের সুপারস্টার হবে: আশা মমিনুলের