টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ এএম, ০১ জানুয়ারি ২০২২
টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

চলমান অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের দল ব্রিসবেন হিটে যুক্ত হলেন পাকিস্তানি ক্রিকেটার ফখর জামান। ইনজুরিতে পড়া ইংলিশ ব্যাটার টম অ্যাবেলের স্থলাভিষিক্ত হলেন এই পাকিস্তানি সেনসেশন। শুক্রবার (৩১ ডিসেম্বর) নিজেদের টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে এমনটাই জানিয়েছে ব্রিসবেন হিট।

টুর্নামেন্টে ব্রিসবেনের পরের ম্যাচেই মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে মাঠে নামছেন ফখর। এমনটাই জানিয়েছেন ব্রিসবেনের কোচ ওয়েড সেকম্বে। তিনি বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে পরে ম্যাচেই ফখর আমাদের সাথে যুক্ত হবে।’

মাঠে নামার আগে ফখরকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেটাও জানিয়ে দিলেন ওয়েড, ‘কুইন্সল্যান্ডের বর্তমান সীমান্ত বিধিনিষেধ খুব কঠোর। যে কারণে কুইন্সল্যান্ডে খেলার আগে তাকে রাজ্যের বাইরে ১৪ দিন কাটাতে হবে।’

বর্তমানে দারুণ ফর্মে আছেন ফখর জামান। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের সেরা ফর্মে ছিলেন তিনি। ২০২১ সালে ২৪ টি-টোয়েন্টি ম্যাচে ২০ ইনিংসে ১৪ দশমিক ৪১ গড়ে ৪১৫ রান করেছিলেন। স্ট্রাইক রেট ১২৭ দশমিক ৩০। এমন একজনকে দলে পাওয়াটা দারুণ ব্যাপার। সেটাও জানাতে ভুললেন না ব্রিসবেন কোচ।

তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট যে মূল খেলায় তিনি আমাদের সাথে থাকবেন। তিনি একজন উচ্চমানের পারফর্মার। যে দলেই খেলেছেন সেখানেই তিনি নিজের কাজটা ঠিক মতো করেছেন। তাই আমরা তাকে নিয়ে আত্মবিশ্বাসী। আশা করি সে দ্রুত মানিয়ে নিতে পারবে।’

বিগ ব্যাশে বর্তমানে পয়েন্ট টেবিলের সেরা পাঁচে আছে ব্রিসবেন হিট।। ৭ ম্যাচে ২ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বারে অবস্থান করেছে তারা। এখন তাদের চোখ নকআউট পর্বের দিকে।

ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলার পর বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় আসেন মিডল অর্ডার ব্যাটার টম অ্যাবেল। তবে নিজের খেলা দ্বিতীয় ম্যাচেই ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান এ ইংলিশ ক্রিকেটার। সামনেই পিএসএল খেলার কথা রয়েছে তার। ফলে ঝুঁকি না নিয়ে তার জায়গায় ফখরকে দলে ভিড়িয়েছে হিটস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ডে পেসারদের উপরই ভরসা করতে হবে : আশরাফুল

নিউজিল্যান্ডে পেসারদের উপরই ভরসা করতে হবে : আশরাফুল

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

চেলসিতে ‘সুখী’ নন লুকাকু

চেলসিতে ‘সুখী’ নন লুকাকু

হোটেলের লিফটে ৫৫ মিনিট আটকা ছিলেন স্মিথ!

হোটেলের লিফটে ৫৫ মিনিট আটকা ছিলেন স্মিথ!