আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মোহাম্মদ হাফিজ। এরপর দীর্ঘ ১৮ বছর তিন ফরম্যাটে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের জার্সিতে নিজের শেষ মাচ খেলেন তিনি।

পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোহাম্মদ হাফিজ। এ সময় পাকিস্তানের জার্সিতে ১২৭৮০ রানের পাশাপাশি  বল হাতে ২৫৩ উইকেট শিকার করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে মোহাম্মদ হাফিজ বলেন, ‘আমি পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য পিসিবি এবং কোচিং স্টাফসহ দলের সবাইকে ধন্যবাদ।’

এর আগে ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ হাফিজ। এরপরে ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানান তিনি। তখন সিদ্ধান্ত নিয়েছিলেন আরও কিছুদিন সীমিত ওভারে দলকে প্রতিনিধিত্ব করতে চান তিনি। এরপরে শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে দলকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।

২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। সেবার সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় পাকিস্তান। তার অধীনে ২৯ টি-টোয়েন্টি ম্যাচে ১৮ জয় পেয়েছে পাকিস্তান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

টম অ্যাবেলের পরিবর্তে ব্রিসবেন হিটে ফখর জামান

পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

পিএসএলে বায়োবাবল নিয়ে কঠোর অবস্থানে পিসিবি

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন বিসমাহ মারুফ

মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরছেন বিসমাহ মারুফ

ইসলামাবাদকে তৃতীয় শিরোপা জেতাতে চান শাদাব খান

ইসলামাবাদকে তৃতীয় শিরোপা জেতাতে চান শাদাব খান