ইসলামাবাদকে তৃতীয় শিরোপা জেতাতে চান শাদাব খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
ইসলামাবাদকে তৃতীয় শিরোপা জেতাতে চান শাদাব খান

ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে আরেকবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ট্রফি জিততে চান শাদাব খান। সম্প্রতি এমন আশাই ব্যক্ত করেছেন পাকিস্তানের এ ক্রিকেটার। নতুন বছরের শুরুতেই পর্দা উঠতে যাচ্ছে পিএসএলের সপ্তম আসরের।

প্রতিবারের ন্যায় এবারও বেশ ভালো দল গড়েছে আসরের অন্যতম ফেভারিট দল ইসলামাবাদ ইউনাইটেড। এবারও দলের দায়িত্বভার পড়েছে শাদাবের উপর। তবে এতে ঘাবড়ে যাননি তিনি। বরং এবারও শিরোপা জিততে বদ্ধপরিকর এ অলরাউন্ডার।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে শাদাব বলেন, ‘আমাদের একটি ধারা আছে। আমরা সেটা মেনে এক হয়ে কাজ করে যাচ্ছি। এটা যদি শেষ পর্যন্ত করে যেতে পারি তাহলে ফলাফল আসবে। তৃতীয় পিএসএল ট্রফি জেতার জন্য এ মৌসুমে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো।’

অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানি অলরাউন্ডার জানান, একটা সময়ে তার পক্ষে সব সামলিয়ে ওঠা কঠিন ছিল। তখন দলের সবাই তাকে সমর্থন করেছিল। যেটা দলটাকে আবার সংগঠিত করতে বেশ সহায়তা করেছে।

শাদাব বলেন, ‘আমার কঠিন সময়ে দলের সবাই আমাকে সমর্থন করেছে। যখন আমি ব্যর্থ হয়েছি, তারা আমাকে সাহস যুগিয়েছে। আমরা যখন পঞ্চম আসরে টেবিলের তলানিতে চলে গিয়েছিলাম তখনো তারা আমার অধিনায়কত্বে ভরসা রেখেছিল।’

ভরসার প্রতিদান দিতে চান এ তরুণ ক্রিকেটার। সেই সঙ্গে পাকিস্তান ক্রিকেটে তার দল নতুন কিছুর মাধ্যমে আধুনিকতা আনবে বলে দৃঢ়প্রতিজ্ঞ শাদাব।

আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচ এবং প্রতিটি প্রতিপক্ষের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিই। আমরা শুধু জয়ে বিশ্বাস করি না, আমরা উদ্ভাবনেও বিশ্বাস করি। ইসলামাবাদ ইউনাইটেডের মাধ্যমে আমরা পাকিস্তানে আধুনিক ক্রিকেটের পথ প্রশস্ত করতে চাই।’

২০২২ সালের ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএলের সপ্তম আসর। আসরে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল

বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল

আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার মনোনয়নে সাকিব

আইসিসি বর্ষসেরা ওডিআই ক্রিকেটার মনোনয়নে সাকিব

সাকিব-গেইলদের নিয়ে অভিজ্ঞতায় ভরপুর বরিশাল

সাকিব-গেইলদের নিয়ে অভিজ্ঞতায় ভরপুর বরিশাল

অ্যাশেজের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি ডেভিড বুন করোনা পজিটিভ

অ্যাশেজের দায়িত্বে থাকা ম্যাচ রেফারি ডেভিড বুন করোনা পজিটিভ