দুই বছর পর দলে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন উসমান খাঁজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
দুই বছর পর দলে ফিরেই সেঞ্চুরি হাঁকালেন উসমান খাঁজা

উসমান খাজা অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৯ সালে। এরপর ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ালেও অজিদের হয়ে আর মাঠে নামা হয়নি তার। যখন নামলেন, নিজের সেরাটাই দেখালেন পাকিস্তানি বংশোদ্ভুত এই অজি ক্রিকেটার।

ট্রাভিস হেডের বদলি হিসাবে সিরিজের মাঝপথে সুযোগ পেয়ে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে সিডনিতে করে বসলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ভালো সংগ্রহ পেয়েছে প্যাট কামিন্সের দল।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৪১তম ওভারে মার্নাস ল্যাবুশেন আউট হওয়ার পর উইকেটে আসেন খাজা। সঙ্গী হিসাবে পান স্টিভেন স্মিথকে। এরপর পুরোদমে টেস্ট মেজাজে আগাতে থাকেন দু’জন। দেখেশুনে খেলে ম্যাচের ৮৬তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে অর্ধশতকের ঘরে পৌছে যান খাজা।

খাজা সাবলীল খেলে গেলেও অপর প্রান্তে ছিলো অজি ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। একসময় তার শতক হবে কিনা তা নিয়ে শঙ্কা জেগেছিল। তবে ১১০ নাম্বার ওভারে ইংলিশ স্পিনার জ্যাক লিচের চতুর্থ বলটা কবজির মোচড়ে ফ্লিক করে স্কয়ার লেগে ঠেলে ৩ রান নিয়ে শতকের ঘরে পৌছে যান খাজা। সেই সাথে অজি নির্বাচকদের একটা নীরব প্রশ্নই যেন করে গেলেন, ‘দলে কেন আমার জায়গা হয় না?’

শতকের পরও ভালোই আগাচ্ছিলেন এই ব্যাটার। তবে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়ে তাকে থামতে হয় ১৩৭ রানে। সাদা পোশাকে ৪৪ ম্যাচ খেলে এটা খাঁজার ৮ম শতক। ১৩৭ রান করার পথে উইকেটে থেকেছেন ৪১০ মিনিট বা প্রায় ৭ ঘন্টা। বল খেলেছেন ২৬০টি। চার মেরেছেন ১৩টি। ইনিংসে নেই কোনো ছক্কা।

উসমান খাজার সেঞ্চুরি ছাড়া প্রথম ইনিংসে বলার মতো কোনো ইনিংস খেলতে পারেনি অজি ব্যাটাররা। তবে সবাই কম বেশি রান করেছেন। তাতে ইনিংস ঘোষণা করার আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ৪১৬ রান। ইংলিশদের হয়ে পাঁচ উইকেট শিকার করেছেন পেসার স্টুয়ার্ট ব্রড। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ টেস্টে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

চতুর্থ টেস্টে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

হোটেলের লিফটে ৫৫ মিনিট আটকা ছিলেন স্মিথ!

হোটেলের লিফটে ৫৫ মিনিট আটকা ছিলেন স্মিথ!

বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল

বোল্যান্ডের রেকর্ড উন্নতিতে টেস্ট র‍্যাঙ্কিংয়ে অদল-বদল