ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩২ পিএম, ০২ জানুয়ারি ২০২২
ইংলিশদের হোয়াইটওয়াশের দৃষ্টিতে অস্ট্রেলিয়া

চলমান অ্যাশেজের প্রথম তিন ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। টানা তিন ম্যাচ জিতে সিরিজ জয়ে অস্ট্রেলিয়ানদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বাকি দুই ম্যাচও জিতে ইংলিশদের ধবল ধোলাই করতে চায় অস্ট্রেলিয়া। এমনটাই জানালেন অজি অফ স্পিনার নাথান লায়ন। সেই সঙ্গে খেলতে চান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।

রোবাবার (২ জানুয়ারি) এই অজি স্পিনার বলেন, ‘আমি কখনো একটি ম্যাচ হারতে চাই না। আপনি যখন ব্যাগি গ্রিন টুপিটা পড়বেন এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করবেন, তখন আপনিও চাইবেন না। তাই এখানে কোনো ছাড়ের কথা নেই। এর কারণ প্রথমত, এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ। অন্যটা হলো, আমরা পাঁচটা জয় পূর্ণ করতে চাই।’

সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারেনি অস্ট্রেলিয়া। যার জন্য একটা আক্ষেপ রয়ে গেছে অজিদের মনে। আক্ষেপটা লায়নেরও। এবার সেটা ঘুচাতে চান জানিয়ে লায়ন বলেন, ‘অবশ্যই অ্যাশেজ আমার জন্য শিখরের মতো। কিন্তু নিজেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দেখতে পারলে ভালো লাগবে। হোক সেটা লর্ডস কিংবা পৃথিবীর অন্য যেকোনো জায়গা। সেখানে আমি কিছু অবদান রাখতে চাই।’

চলতি অ্যাশেজে ইংল্যান্ড ইতিমধ্যেও সিরিজ হার নিশ্চিত করলেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ৩ ম্যাচের ৬ ইনিংসে ১ ফিফটিতে করেছেন ২৫৩। ইংলিশদের হোয়াইটওয়াশ করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন ইংল্যান্ডের সেরা তারকা।

তবে সেটা হতে দিতে চান না জানিয়ে লায়ন বলেন , ‘আমাদের চেষ্টা থাকবে তাকে আটকে রাখার। সে ক্রিজে আসলেই তার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করব। সে যেন ভালো শুরু করতে না পারে সেদিকে লক্ষ্য থাকবে। তাকে আমরা সবার থেকে বিচ্ছিন্ন করে রাখতে চাই। তবে দিনশেষে সে আসলেই বিশ্বমানের খেলোয়াড়।’

ওইদিকে করোনা পজিটিভ হওয়ার কারণে সিডনি টেস্টে খেলতে পারছেন না দলের অন্যতম ভরসা ট্রাভিস হেড। তার জায়গায় দলে ডাকা হয়েছে মিচেল মার্শ, নিক ম্যাডিনসন এবং জশ ইংলিশকে। শুক্রবার (৩১ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

স্পোর্টসমেইল২৪/এএইচবি/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়-শান্তর ব্যাটে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ

জয়-শান্তর ব্যাটে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

ভেস্তে গেল বার্সেলোনা-দেম্বেলের চুক্তির আলোচনা

অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারে রূপসা পাড়ের খুলনা টাইগার্স

অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারে রূপসা পাড়ের খুলনা টাইগার্স

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ

নিউজিল্যান্ডে টাইগারদের ব্যাটিংয়ে মুগ্ধ ইয়ান বিশপ