দুই হাতে বল করে চমক দেখালেন রাধাকৃষ্ণ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২
দুই হাতে বল করে চমক দেখালেন রাধাকৃষ্ণ

ক্রিকেট বোলাররা সাধারণত ডান বা বাঁ হাতে বিশেষ দক্ষ হয়ে থাকেন। তবে ডান ও বাম দুই হাতেই বোলিং করে ক্রিকেট বিশ্বকে চমক দেখালেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের স্পিনার নিবেধন রাধাকৃষ্ণ। বিশ্বকাপের মঞ্চে রাধাকৃষ্ণর চমক দেখানে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (১৩ জানুয়ারি) অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ডান হাতে অফস্পিন ও বাঁ-হাতে অর্থোডক্স বোলিং করেন রাধাকৃষ্ণ। ক্রিকেট পাড়ায় আলোড়ন তোলা এ বোলারের জন্ম ভারতের তামিলনাড়ু।

শুধুমাত্র দুই হাতে বোলিং করেই ক্ষান্ত হননি তিনি। বল হাতে চমকও দেখিয়েছেন ১৯ বছর বয়সী রাধাকৃষ্ণ। ১০ ওভার বল করে ৪৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট নিয়েছেন তিনি।

যখন যে ধরনের বোলিং দরকার তেমনটাই করেছেন রাধাকৃষ্ণ। ডান-হাতি ব্যাটারদের জন্য বাঁ-হাতে এবং বাঁ-হাতি ব্যাটারদের জন্য ডান হাতে বল করেছেন রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণর এমন বোলিংয়ের ভিডিও নিজেদের ওয়েবপেজে প্রকাশ করেছে আইসিসি। ভিডিওতে দেখা যায়, এক পাশে রাধাকৃষ্ণর ডান হাতে ও অন্য পাশে বাঁ-হাতে বোলিং করছেন।

রাধাকৃষ্ণর চমক দেখানে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট হাতে ২টি চারে ৫৮ বলে ৩১ রান করেন বাঁ-হাতি রাধাকৃষ্ণ।

২০১৩ সালে মাত্র ১১ বছর বয়সে পরিবারের সাথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ভারতে জন্ম নেওয়া রাধাকৃষ্ণ। তবে সম্প্রতি ভারতের মাটিতেও খেলেছেন তিনি। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে দিল্লি ক্যাপিট্যালসের নেট বোলার ছিলেন চমক জাগানো এ বোলার।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজদের হারিয়ে যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুভযাত্রা

উইন্ডিজদের হারিয়ে যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুভযাত্রা

কেমন হলো যুবাদের বিশ্বকাপ জার্সি

কেমন হলো যুবাদের বিশ্বকাপ জার্সি

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

লড়াই জমবে যুব বিশ্বকাপের ‘সি’ গ্রুপে

লড়াই জমবে যুব বিশ্বকাপের ‘সি’ গ্রুপে